সবাইকে যে অনুরোধ করলেন তাসকিন
ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে এই টাইগার পেসারের বিরুদ্ধে। তাসকিনের এই ঘটনা নিয়ে তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাসকিন অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।
এবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভক্তদের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাসকিন। আজ সোমবার (২৮ জুলাই) দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।’
বন্ধু ও তার মধ্যে কথা হয়েছে জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়।’
নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তাসকিন আরও লিখেছেন, ‘শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্যের সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’
প্রসঙ্গত, মারধরের অভিযোগ এনে তাসকিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার বন্ধু সৌরভ। পরে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনটিভি অনলাইকে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা।
তাসকিন বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি আমার অন্য বন্ধুদের সঙ্গে ঘটেছে। মূলত রাতে ওরা আমাকে একটি বিষয়ে জানায়। তখন আমি মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। তিনি তখন বন্ধুদের খুঁজতে বের হন। ওরা ভয় পেয়ে যায়। ভয় থেকে অভিযোগ (মিরপুর মডেল থানায়) জানায়। এটা পুরোটা ভুল বোঝাবুঝি। সৌরভ (যিনি অভিযোগ করেছিলেন) আমার সঙ্গে আজ কথা বলেছে। বিষয়টির জন্য অনুতপ্ত। অভিযোগও তুলে নিয়েছে সে।’