কবে বাংলাদেশে আসতে পারে নেদারল্যান্ডস?

চলতি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু পিছিয়ে গেছে সেই সফর। ফলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ ছিল না বাংলাদেশ দলের। এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি। আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তারা।
আজ বুধবার (৩০ জুলাই) নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরে আসার বিষয়টি জানিয়েছে বিসিবির একটি সুত্র। প্রশ্ন হলো- কবে বাংলাদেশ সফরে আসতে পারে নেদারল্যান্ডস?
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। বিসিবির ওই সূত্রটি জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হতে পারে সিরিজটি।
সূত্র অনুযায়ী, যদি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে সিরিজ হয়। সেক্ষেত্রে আরও অন্তত সপ্তাহ খানেক আগে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস।
এশিয়া কাপের আগে লম্বা সময় থাকায় বিসিবির কাছে একটি সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস। বিসিবিও চেষ্টা করছিল সেটি। বিসিসির ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বড় দলগুলোর পূর্ব নির্দারিত সূচি থাকায় নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।