আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচে নামতে পারবেন মেসি?

লিগস কাপে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে নেকাক্সার বিপক্ষে চোট নিয়ে মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। ছোটখাটো চোট হলেও কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সেই বিষয়টিও এখনো জানা যায়নি। এদিকে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে মাসখানেক পর। যেকারণে আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচে তার থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অনেক আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের এখনো দুটি ম্যাচ বাকি আছে। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর। এর চারদিন পর ইকুয়েডরের গুয়াইয়কিলে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এরপর স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’য় মুখোমুখি হবে আগামী বছরের মার্চে। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি হলেও দিন-তারিখ এখনো জানানো হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অুনষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা।
৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন বলে ধারণা করছেন অনেকেই। সেই হিসেব সূচি অনুযায়ী, এখনো পর্যন্ত অনুযায়ী ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েন্স আয়ার্সে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে পারে। যেকারণে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠে বিশ্বকাপের আগে নিজ দেশের দর্শকদের বিদায় বলে দেওয়াটা তার জন্য গুরুত্বপূর্ণ।
মেসির চোট পাওয়ার পরেরদিন ইন্টার মায়ামির যোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, ‘নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচ চলাকালীন মেসি ডান পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন, যার ফলে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য মেডিকেল টেস্ট করানো হয়। পরীক্ষার ফলাফলে তার ডান পায়ে একটি ‘মাইনর’ মাংসপেশির চোট ধরা পড়েছে। তার পুনরায় মাঠে ফেরা নির্ভর করছে চিকিৎসার অগ্রগতি এবং তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।’ তবে ক্লাবটি তার সেড়ে ওঠা এবং ফেরার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।
অন্যদিকে আর্জেন্টিনার খেলাধুলাভিত্তিক সাময়িকী এল গ্রাফিকো জাতীয় দলের এই ম্যাচ ঘিরে মেসিকে নিয়ে দুশ্চিন্তার একটি প্রশ্ন তুলেছে। মেসির চোট নিয়ে মায়ামি বিবৃতি দেওয়ার পর সংবাদমাধ্যমগুলোর ধারণা, লিগস কাপ ও মেজর লিগ সকার (এমএলএস) মিলিয়ে আগামী বুধবার লিগস কাপে পুমার বিপক্ষে ম্যাচ এবং এমএলএসে ১০ আগস্ট অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে মেসিকে নাও খেলতে পারেন। প্রায় এক সপ্তাহ বিরতি রয়েছে ক্লাবটির সূচিতে। এই সময়ের মধ্যে না ফিরলে প্রশ্ন থেকে যায়, আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন কী মেসি?