সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

বিগব্যাশের কয়েকটি দল আর বিভিন্ন দেশের ‘এ’ দলকে নিয়ে ‘টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ’ আয়োজন করছে অস্ট্রেলিয়া। ডারউনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গত আসরে আমন্ত্রিত দল হিসেবে খেলেছিল বাংলাদেশ। চলতি মাসে আবারও সেই টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। এবারের আসরেও সেখানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ সোমবার (৪ আগস্ট) সেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ ‘এ’ দল।
গত আসরে প্রথমবার অংশ নিয়েই ফাইনাল খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। যদিও ফাইনালের শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় তারা।
গত আসরে আমন্ত্রিত দল হিসেবে বাংলাদেশ ‘এ’ আর পাকিস্তান শাহিন (‘এ’ দল) খেলেছিল। তবে, এই দুই দলের সঙ্গে ডাক পেয়েছে নেপালও। আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।