এবার আর্জেন্টাইন গায়িকার সঙ্গে জড়াল ইয়ামালের নাম

সবে আঠারোতে পা দিয়েছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এরই মধ্যে মাঠের খেলায় প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়ে আলোচনায় এসেছেন ফুটবলবিশ্বে। সমান্তরালভাবে মাঠের বাইরের ঘটনায়ও সংবাদের শিরোনাম হচ্ছেন তরুণ এই ফুটবলার। এই বয়সেই নারী সঙ্গের ঘটনায় বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন তিনি। এবার সামনে এলো নতুন তথ্য। গুঞ্জন উঠেছে আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইয়ামাল।
গত মাসে আঠারোতে পা দিয়েছেন ইয়ামাল। তার কয়েকদিন পরে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল আর্জেন্টাইন সংগীত শিল্পী নিকি নিকোলকে।
শুরুতে ধারণা করা হচ্ছিল, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছিলেন নিকি। তবে, পরে আসে ভিন্ন খবর। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন সংগীত শিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক জাবি হোয়োসের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম।
গোল ডটকমের প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৪ জুলাই জন্মদিনের অনুষ্ঠানে নিকির সঙ্গে বেশ গভীর ফ্লার্টিং করতে দেখা যায় ইয়ামালকে। এরপর অনুষ্ঠান শেষে একটি ক্লাবের বিচে দেখা গিয়েছিল এই দুজনকে। সেখানে দুজন বেশ রোমান্টিক সময় কাটান। এরপর রাত ৪টার দিকে তারা বিচ ত্যাগ করেন।
এর আগেও ইয়ামালকে নিয়ে গুঞ্জন উঠেছিল নিজের চেয়ে ১১ বছরের বড় অ্যাডাল্ট সাইটের তারকা ফাতি ভাস্কেজকে নিয়ে। পরে নীল দুনিয়ার তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। সেটা নিয়ে অবশ্য দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন।