চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ পেল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ জায়ান্ট নিউক্যাসেলের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালান ক্লাবটির মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে। দলে জায়গা পাননি তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে মাঠে নামবে বার্সেলোনা।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় নিউক্যাসেলের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউক্যাসেলের মাঠ সেন্ট জেমস পার্কে।
এই ম্যাচের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল নেই। ইয়ামালের মাঠে নামা নিয়ে আগে থেকেই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হল।
চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে স্পেনের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ইয়ামাল। তখন থেকেই হালকা চোটে ভুগছিলেন তিনি। এরপর ব্যথানাশক নিয়ে ম্যাচে খেলায় তার ইনজুরি আরও বাড়ে।
জাতীয় দলের ক্যাম্প শেষে ফেরার পর ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। দলের এই তারকা খেলোয়াড়কে অতিরিক্ত খেলানোর কারণে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ক্ষোভ প্রকাশ করেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও মাঠে ছিলেন না এই উইঙ্গার।
নিউক্যাসেলের বিপক্ষে ইয়ামালের সঙ্গে আরও দুই খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে হ্যামস্ট্রিং চোটে এবং মিডফিল্ডার গাভি হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে আছেন।
কাতালান ক্লাবটির জন্য স্বস্তির খবর হচ্ছে, ফ্রেঙ্কি ডি ইয়ং চোট কাটিয়ে ফিরছেন। এই ম্যাচে তাকে দলের সঙ্গে পাচ্ছেন ফ্লিক।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হোঁচট খায় বার্সেলোনা। শেষ চারে তারা ইন্টার মিলানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। নতুন মৌসুমে গ্রুপ পর্বে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে, নিউক্যাসল (আওয়ে), পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে) ও কোপেনহেগেনের (হোম) বিপক্ষে।