ভয়কে জয় করেই সফল সাগরিকা

গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছিলে মোসাম্মৎ সাগরিকা। ফাইনালের মঞ্চে একাই চার গোলসহ দুটি হ্যাটট্রিক করেছিলেন তিনি। একই ধারা অব্যাহত রাখলেন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও। এবার হ্যাটট্রিক না পেলেও বাংলাদেশের জয়ের মূল কারিগর সাগরিকাই।
আজ বুধবার (৬ আগস্ট) লাওসের বিপক্ষে বাংলাদেশের ৩-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। বাংলাদেশকে প্রথম লিড এনে ম্যোচের ডেডলক ভেঙ্গে প্রথম গোল করেছিলে তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় জয়ের গল্প শুনিয়েছেন এই ফরোয়ার্ড। রাঙামাটির মেয়ে সাগরিকা বলেন, ‘খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরেছি।’
লাওসের বিপক্ষে এবারই প্রথম মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে তারা। তার ওপর আবার বাছাইয়ের স্বাগতিক এই লাওস। সেটা কিছুটা শঙ্কা তৈরি করেছিল সাগরিকাদের মনে। তবে ভয়কে জয় করেছেন তিনি। সাগরিকা বলেন, ‘আসলে আমরা জানতাম না কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। যখন খেলাটা ধরতে পেরেছি, তখন আর সমস্যা হয়নি—ভালো লাগছে খেলাটা।’
বাংলাদেশের পৃথিবীর যে প্রান্তেই হোক স্টেডিয়ামে দেখা যায় লাল-সবুজের সমর্থকদের। আজও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছু সমর্থক মাঠে এসে সমর্থন জুগিয়েছেন বাংলাদেশকে। এমন সমর্থন থাকলে আরও ভালো কিছু উপহার দেওয়ার কথা বললেন সাগরিকা। এই ফরোয়ার্ড বলেন, ‘যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সাপোর্ট দিলে আমরা ভালো কিছু করব এবং ভালো খেলা উপহার দেবো।’
ম্যাচের আরেকটি গোল করেছেন মুনকি আক্তার। সাগরিকার দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ম্যাচ শেষে এই মিডফিল্ডার বলেন, ‘লাওসের বিপক্ষে গোল করব ভাবিনি। গোল পেয়ে ভালো লাগছে।’