প্রীতির হ্যাটট্রিকে নেপালকে হেসেখেলে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে মেয়েরা। আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সৌরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাকি একটি গোল এসেছে থুইনু মারমার পা থেকে।
বাংলাদেশ আজ প্রথমার্ধের খেলায় সেভাবে দাপট দেখাতে পারেনি। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৮ মিনিটে তিন খেলোয়াড়কে ড্রিবল করে নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে বল জালে জড়ান থুইনু। ম্যাচের যোগ করা সময়ে মামনি চাকমার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ২ মিনিট পর অধিনায়ক ভূমিকার গোলে ব্যবধান কমায় নেপাল।
বিরতির পর খেলার গতি বেড়ে যায় বাংলাদেশের। ৭৬ মিনিটে মামনি চাকমার কর্ণার থেকে বক্সে ফাঁকায় বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন প্রীতি।
এরপর ম্যাচের ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রস থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্রীতি। এতে ৪-১ ব্যবধানে বড় জয় পায় বাংলাদেশ।
চার ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ৯ পয়েন্ট। এর আগে প্রথম লেগে ভুটানকে ৩-১ ও নেপালকে ৩-০ গোলে হারালেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছে তারা।
প্রথম লেগ শেষে প্রত্যেক দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল ভারত। তারা ৭-০ গোলে নেপাল, ২-০ গোলে বাংলাদেশ এবং ৮-০ গোলে ভুটানকে হারিয়েছে।
চলতি আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দেশ— বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ না থাকায় এবারের টুর্নামেন্টে ডাবল লিগ পদ্ধতিতে খেলছে দলগুলো। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।
চার ম্যাচ শেষে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের মেয়েরা। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ভারত।