ফিফা র্যাঙ্কিংয়ে বড় অর্জন বাংলাদেশের

ফুটবলে নবজাগরণে বাংলাদেশের নারীরা দারুণভাবে এগিয়ে চলেছে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল দলের সাফল্যের জোয়ারে ভাসছে বাংলার নারীরা। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে এবার পুরো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে জায়গা করে নিয়েছে তারা। প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে মিয়ানমার থেকে ইতিহাস গড়ে ফিরেছে আফঈদা-মনিকারা। এবার তাদের সাফল্যের পুরস্কার হিসেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকেও সুখবর পেয়েছে তারা।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নারী ফুটবলের সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বাংলাদেশ সেখানে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে।
আফঈদা-মনিকাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৭৯.৮৭। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১। ফিফা জানিয়েছে এবারের হালানাগাদকৃত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট ও সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্ব খেলতে মিয়ানমার যাওয়ার সময় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১২৮ নম্বরে। বাছাইপর্বে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ও ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের শিষ্যরা। এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে জয়ে র্যাঙ্কিংয়েও অনেক বেশি এগিয়ে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে দুইবার ১০০তম অবস্থানে উঠে এসেছিল। ২০১৩ ও ২০১৭ সালে দুইবারই একই অবস্থানে ছিল তারা।
যুক্তরাষ্ট্রকে সরিয়ে নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। ইউরোজয়ী ইংল্যান্ডের মেয়েরা ৪ নম্বরে এবং জার্মানি রয়েছে ৫ নম্বরে। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে। বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা ১৯ ধাপ পিছিয়ে ১১১তম স্থানে নেমে গেছে এবং মিয়ানমার ১ ধাপ পিছিয়ে ৫৬তম অবস্থানে নেমে গেছে।