ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-রোনালদো

সবশেষ মৌসুমে দুর্দান্ত সময় পার করেছে পিএসজি। প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিসের ক্লাবটি। পিএসজির এই জয়ের পেছনে বড় অবদান ছিল দলটির ফরোয়ার্ড উসমান দেম্বেলের। লুইস এনরিকের অধীনে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। যেটা দিয়ে জায়গা করে নিয়েছেন ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ‘ব্যালন ডি’অর’ এর সংক্ষিপ্ত তালিকায়।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ‘ব্যালন ডি’অর ২০২৫’ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন সবশেষ মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত সময় পার করা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ও স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল।
তবে গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ইউরোপ ছেড়ে আসা ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি এই পুরস্কার জিতেছেন সর্বোচ্চ ৮ বার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা রোনালদো।
এবারের সংক্ষিপ্ত তালিকায় নেই গতবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি হার্নান্দেজ। গতবারের পুরস্কার নিতে তাকে যেতে হয়েছিল স্ক্র্যাচে ভর করে। হাঁটুর সেই চোটের কারণে মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বিজয়ীর নাম। তার আগে ব্যালন ডি’অর জয়ীকে নির্বাচিত করতে ভোট দেবেন বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক ও সাংবাদিকরা। প্যারিসে জমকালো অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে।
শুরুতে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকার নাম এলেও এবারের ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে পিএসজি তারকা উসমান দেম্বেলেকে। মৌসুম জুড়ে সমানতালে পারফরম্যান্স করে গেছেন তিনি। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে রেখছেন বড় অবদান। ফরাসি সুপার কাপের ফাইনালের তার একমাত্র গোলেই জয় পায় পিএসজি।
গত মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে ৮টি গোল করেন তিনি। মৌসুমে সব মিলিয়ে ৫৩ ম্যাচ খেলা দেম্বেলে গোল করেছেন ৩৫টি। সেই সঙ্গে সতীর্থদের সহায়তা করেছেন ১৬টি গোলে।
ব্যক্তিগত পারফরম্যান্সে রাফিনিয়াও এগিয়ে আছেন অনেকখানি। আগের মৌসুমে ধুকতে থাকা বার্সেলোনাকে গত মৌসুমে জিতিয়েছেন লা লিগা, কোপা দেল ও স্প্যানিশ সুপার কাপ। তিনটি টুর্নামেন্টেই বল পায়ে দ্যুতি ছড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে গোল করেছেন ৩৪টি। সেই সঙ্গে সতীর্থদের সহায়তা করেছেন ২৫টি গোলে।
বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল তো তছনছ করে দিয়েছেন রেকর্ড বই। উইং থেকে আক্রমণে উঠে নাস্তানাবুদ করে ছেড়েছেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮টি গোল করেছেন ইয়ামাল। সহায়তা করেছেন ২৫টি গোলে।
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা
উসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), দিজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্তর ইয়োকেরেশ (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনিহা (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোহিয়ান ভিয়েৎস (লিভারপুল), ভিতিনিয়া (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।