এনসিএল থেকে বাদ পড়ছে ঢাকা মেট্রো, আসছে নতুন দল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টটির প্রথম আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সিলেটে সফলভাবেই টুর্নামেন্টটি আয়োজন করেছিল বিসিবি। তারাই ধারাবাহিকতায় দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে এবার। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে থাকলেও পর চারদিনের প্রতিযোগিতায় থাকছে না ঢাকা মেট্রো দল। নতুন দল হিসেবে আসছে ময়মনসিংহ বিভাগ।
গতকাল (৯ আগস্ট) বিসিবির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন আগামী মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টিতে থাকছেনা ঢাকা মেট্রো, তাদের জায়গায় খেলবে ময়মনসিংহ বিভাগ।
বিসিবি ময়মনসিংহকে নতুন প্রথম-শ্রেণির দল হিসেবে যুক্ত করছে। তারা সব বিভাগীয় টুর্নামেন্টে অংশ নিলেও, এবারের এনসিএল টি-টোয়েন্টিতে তাদের রাখা হচ্ছে না। কারণ টুর্নামেন্টের সূচি আগে থেকেই ঠিক করা রয়েছে। তবে আগামী আসর থেকে তারা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বলে জানান মিঠু।
আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এখন ঢাকা মেট্রো দল হয়ে গিয়েছে পরে ময়মনসিংহ টেক ওভার করবে।’
এর আগে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তিনটি ভেন্যুতে হবে এনসিএল। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।