মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে কোন সমীকরণ?

শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমে লিড নিয়েও ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ঝুলে গেছে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে যাওয়া। ‘এইচ’ গ্রুপের সেরা দল হিসেবে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের এখন অপেক্ষা সেরা তিন রানার্সআপ হয়ে কোয়ালিফাই করা।
সেরা তিন রানার্সের আপের হিসাবও অবশ্য খুব একটা জটিল নয়। ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে কয়েকটি গ্রুপের ফলাফল। ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘এফ’ এই চার গ্রুপ থেকে শুধু চ্যাম্পিয়ন দল কোয়ালিফাই করছে। রানার্সআপ দলগুলো গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় সুযোগ পাচ্ছে না মূলপর্বে খেলার। ‘সি’, ‘ই’ ও জি’ গ্রুপের খেলা এখনো শেষ হয়নি।
রানার্সআপ দলগুলোর পয়েন্ট অনুযায়ী, ‘জি’ গ্রুপের জর্ডান আছে ৬ পয়েন্ট আর +১১ গোল ব্যবধান নিয়ে সবার উপরে। দুই নম্বরে আছে ‘সি’ গ্রুপের চাইনিজ তাইপে। তাদের গোল ব্যবধান +৭। ৬ পয়েন্ট আর +৫ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ আছে তিন নম্বরে। চার নম্বর দল লেবানন ৬ পয়েন্ট আর +২ গোল ব্যবধান তাদের।
বাংলাদেশ তিন নম্বরে থাকলেও বাকি দলগুলোর এখনও একটি করে ম্যাচ বাকি যে কারণে সেই ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে পিটার বাটলারের দলের।
সেরা তিন রানার্সআপের দৌড়ে টিকে আছে এই চার দল। এই হিসাবটাকে আরও একটু সহজ করা যায়। ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন উজবেকিস্তান আর রানার্সআপ জর্ডান। উজবেকিস্তানের পয়েন্ট ৬ আর গোল ব্যবধান +১৬। তাই এই ম্যাচে গোল ব্যবধান খুব বেশি নাহলে যে দলই জিতুক দুই দলই কোয়ালিফাই করবে। একদল চ্যাম্পিয়ন হিসেবে আরেক দল রানার্সআপ। তাই এই গ্রুপে তাকিয়ে খুব একটা লাভ নেই বাংলাদেশের।
বাংলাদেশর নজর দিতে হবে বাকি দুই গ্রুপে। ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চীন আর লেবানন। চীন +১৩ গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা তারা। শেষ ম্যাচে লেবানন হারলেই বাংলাদেশকে আর কোনো সমীকরণ মেলাতে হবে না। তৃতীয় রানার্সআপ হিসেবে কোয়ালিফাই করবে।
আর যদি লেবানন জয় পায় কিংবা ড্র করে, তাহলে আরও জটিল হিসাব মেলাতে হবে বাংলাদেশকে। ড্র করলে লেবানন চলে যাবে রানার্সআপে সবার উপরে। আর জয় পেলে চীন থাকবে সেরা রানার্সআপের দৌড়ে। অবশ্য এ ম্যাচে লেবাননের জরে সম্ভাবনা খুব কম।
লেবানন এই ফলাফল করলে বাংলাদেশকে নজর দিতে হবে ‘সি’ গ্রুপে। ৬ পয়েন্ট আর +১৭ গোল ব্যবধানে এগিয়ে থেকে এই গ্রুপের সেরা অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে সেরা রানার্সআপের দৌড়ে থাকা চাইনিজ তাইপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চাইনিজ তাইপে যদি ২-০, ৩-১, ৪-২ কিংবা ৫-৩ ব্যবধানেও হারে তবুও বাংলাদেশ কোয়ালিফাই করবে।