লিভিংস্টোনের তাণ্ডবে রশিদ খানের বিব্রতকর রেকর্ড

রশিদ খান ব্যাটারদের জন্যই ছিল এক আতঙ্কের নাম। লেগ স্পিনে পরাস্ত করেছেন মারমুখী সব ব্যাটারদের। কব্জির ঘূর্ণিতে মিডল ওভারে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারতেন। তবে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো এই আফগান স্পিনারের সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের বিব্রতকর রেকর্ড গড়লেন তিনি।
ওভাল ইনভিন্সিবলসের হয়ে সর্বশেষ দুই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন রশিদ। দুটি ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই আফগান তারকা।
তবে গতকাল বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে মাঠে নামে ওভাল ইনভিন্সিবলস। ইনভিন্সিবলসের হয়ে বল হাতে ২০ বলে (৪ ওভারে) ৫৯ রান দেন রশিদ। যা টুর্নামেন্টটির ইতিহাসে এক ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। একইসঙ্গে ম্যাচে তিনি কোন উইকেটের দেখাও পাননি।
ম্যাচটিতে ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরা হন লিভিংস্টোন। ১৮১ রানের লক্ষ্যে বার্মিংহামের শেষ ২৫ বলে রান লাগত ৬১। তখন রশিদের করা ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তোলেন লিয়াম লিভিংস্টোন।
দ্য হান্ড্রেডে এর আগে সর্বোচ্চ ৫৩ রান খরচের রেকর্ড গড়েন ডেভিড ভিসা, যদিও তিনি ১ উইকেট পেয়েছিলেন। এ ছাড়া ডেভিড পেইন ১ উইকেটের বিনিময়ে ৫৩, স্টিভেন ফিন ১ উইকেট নিয়ে ৫১ রান দেন। গতকাল তাদের সবাইকে পেছনে ফেলেছেন রশিদ।
১০০ বলের সংক্ষিপ্ত সংস্করণ বা টি-টোয়েন্টি সংস্করণে এটি রশিদের ক্যারিয়ারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড। এর আগে ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪ ওভারে সর্বোচ্চ ৫৫ রান দিয়েছিলেন রশিদ।
আইপিলের এবারের আসরেও বল হাতে ছিলেন খরুচে। গুজরাট টাইটান্সের ক্যারিয়ারে প্রথমবার ৯ এর বেশি ইকোনমিতে বল করেন। ৩৩টি ছক্কা হজম করে আইপিএলের এক সিজনে সর্বোচ্চ ছক্কা হজম করার রেকর্ডটাও নিজের নামের পাশে বসান।
এদিন রশিদের দল ওভাল ইনভিন্সিবলসও হারের স্বাদ পেয়েছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে তারা ৮ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে। ওভালের হয়ে দোনোভান পেরেইরা ২৯ বলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। বার্মিংহ্যামের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও বেনি হাওয়েল।
১৮১ রানের লক্ষ্যে লিভিংস্টোন-স্মিদদের বিধ্বংসী ব্যাটিংয়ে বার্মিংহাম ফোনিংক্স খুব সহজেই জয় তুলে নিয়েছে। ২৭ বলে ৬৯ রান করেন লিয়াম লিভিংস্টোন, উইল স্মিদ করেন ২৯ বলে ৫১ রান। এতে ২ বল হতে রেখ এবং ৪ উইকেট জয় নিশ্চিত করে বার্মিংহ্যামের। ওভালের হয়ে ইংলিশ পেসার সাকিব মাহমুদ সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন।