এক ম্যাচ পরই দলে নেই শমিত, খেলবেন হামজা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। সেজন্য সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে নেপালের কাঠমান্ডুতে। সেই দুই ম্যাচের জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশের ক্যাম্প শুরুর কথা জানিয়েছেন, জাতীয় দলের ম্যানেজার আমের খান। নেপালের বিপক্ষে এই দুই ম্যাচে খেলবেন না কানাডা লীগে খেলা শমিত সোম। তবে প্রাথমিক দলে রাখা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে।
শমিতকে না রাখার বিষয়ে আমের খান বলেন, ‘শমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী রয়েছেন তালিকায়।’
আগামী ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে শমিতের দু’টি ম্যাচ রয়েছে। প্রায় একই সময় জাতীয় দলের ম্যাচও রয়েছে। যদিও ফিফা উইন্ডোতে ৭২ ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তবে, ক্লাবের সঙ্গে কোনো জটিলতায় যেতে চায় না বাফুফে। আমের খান বলেন, ‘খেলোয়াড়েরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।’
সাধারণত ক্যাম্প শুরু হওয়ার আগে প্রাথমিক দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করে বাফুফে। তবে এবার ভিন্ন পথে হেঁটেছে বোর্ড। আনুষ্ঠানিকভাবে কোনো ফুটবলারের নাম প্রকাশ করেনি। কারা থাকছেন ক্যাম্পে সে বিষয়ে একরকম ধোঁয়াশা রেখে দিয়েছে বাফুফে।
অন্যদিকে আজ প্রথম দিন মাত্র পাঁচজন ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার জন্য এখনো যোগ দেননি আবাহনী আর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। আগামীকাল যোগ দেওয়ার কথা রয়েছে আবাহনীর ফুটবলারদের। দেশে ফিরে শুক্রবার যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা।