নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে আজও ব্যাটহাতে আলো ছড়ালেন জিসান আলম। সঙ্গী মেহাম্মদ নাঈম শেখ বেশি সময় স্থায়ী হতে পারেননি। তবে শেষদিকে দায়িত্ব নিলেন আফিফ হোসেন। এই তিন ব্যাটারের কল্যাণে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপাল জাতীয় দলকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ শনিবার (১৬ আগস্ট) টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উএকট হারিয়ে ১৮৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের দল। জয়ের জন্য নেপালকে করতে হবে ১৮৪ রান।
ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার জিসান আলম। তার সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ কিছুটা দেখেশুনে খেলার চেষ্টা করেন। দুজন মিলে পাওয়ার-প্লেতেই তুলে ফেলেন ৬০ রান। পাওয়ার-প্লের পরের ওভারেই বিদায় নেন নাঈম। ফেরার আগে ১৮ বলে ২৫ রান করেন তিনি।
নাঈম ফিরলেও নেপালের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে যান জিসান। বিধ্বংসী ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ছুঁটছিলেন সেঞ্চুরির দিকে। তবে তার আগেই থামতে হয়েছে তরুণ এই হার্ডহিটার ব্যাটারকে। ৪৫ বলে ৭২ রান করে বিদায় নেন তিনি।
বাকিদের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে চারে নেমে ব্যাট চালিয়ে খেলেন আফিফ হোসেন। আগের ম্যাচে ব্যর্থ আফিফ ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এতে দুইশ’র কাছাকাছি সংগ্রহ পায় বাংলাদেশ।