আর্জেন্টাইন তরুণকে নিয়ে মুগ্ধ রিয়াল কোচ, অভিষেক হতে পারে আজ

সর্বশেষ মৌসুমে শিরোপাখরার গ্লানি কাটিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লিগে প্রথমবারের মতো ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন শাবি আলোনসো। দলে নতুন মুখ চারজন, যেখানে তরুণ এক আর্জেন্টাইন খেলোয়াড় রয়েছেন। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দক্ষিণ আমেরিকায় পায়ের জাদুদে মুগ্ধতা ছড়িয়ে এসছেন ইউরোপের সফলতম ক্লাবে। সপ্তাহখানেক আগে ১৮ বছরে পা রাখা এই আর্জেন্টাইন তরুণের আজ মঙ্গলবার (১৯ আগস্ট) অভিষেক হতে পারে সান্তিয়াগো বর্নাব্যুতে। এমনটিই আভাস দিয়েছেন রিয়াল কোচ আলানসো।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত একটায় সান্তিয়্যাগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন রিয়াল কোচ আলোনসো। সেখানে তিনি প্রশংসায় ভাসিয়েছেন মাস্তানতুয়োনোকে।
আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে আলানসো বলেন, ‘আমি যখন প্রথমবার মাস্তান্তুয়োনোর সঙ্গে কথা বলি, তখন ওর ব্যক্তিত্ব আমাকে চমকে দেয়। সে তখন ১৭ বছরের, কিন্তু মানসিকভাবে একদম পরিপক্ব এবং খুব আত্মবিশ্বাসী ছিল। রিয়াল মাদ্রিদের মতো বড় দলে আসার পরও কোনো ভয় বা দ্বিধা ছিল না তার মধ্যে। খুব অল্প সময়েই আমরা বুঝে গেছি, সে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেবে। আগামীকালই সে মাঠে নামতে পারে।”
দক্ষিণ আমেরিকার রিয়াল মাদ্রিদ মাতিয়ে আসছেন বহুদিন ধরে। সেখানে নতুন যোগ হয়েছেন রিভারপ্লেট থেকে মাদ্রিদে আসা তরুণ মাস্তানতুয়েনো। যার মাঝে রিয়াল কোচ দেখতে পেয়েছেন আর্জেন্টাইনদের লড়াকু মানসিকতা। তাকে নিয়ে আলানসো বলেন, ‘সে মান, প্রাণশক্তি যোগ করবে দলে। রক্ষণেও সে মনোযোগী ও বেশ গতিময়।। আমি দেখেছি, তার ভেতরে আর্জেন্টাইনদের মতো এক ধরনের লড়াকু মানসিকতা রয়েছে।’
ক্লাব বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ৪ আগস্ট অনুশীলন শুরু করে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এরপর মাত্র ১৫ দিন প্রস্তুতি শেষে বার্নাব্যুতে আজ লা লিগার ২০২৫-২৬ মৌসুম শুরু করছে তারা।