প্রথম ওয়ানডের আগে যে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

আস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে ওয়ানডেতে তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চেয়েছে প্রোটিয়ারা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে তারা। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার কাগিসো রাবাদা। যিনি প্রোটিয়াদের পেস আক্রমণের অন্যতম শক্তি।
প্রথম ওয়ানডেতে কেয়ার্নসের কাজালিস স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মুখোমুখি হয়েছে এই দুই দল। অস্ট্রেলিয়ার মাটিতে বেলিংয়ে দাপট দেখা যায় পেসারদের। সেখানে প্রোটিয়া পেসার রাবাদা গোড়ালির চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলতেই পারছেন না। সিরিজের প্রথম ম্যাচের দিন সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল (১৮ আগস্ট) স্ক্যান করানোর পর ৩০ বছর বয়সী এই পেসারের গোড়ালির চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকবেন তিনি। সেখানে দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া চালিয়ে যাবেন।
রাবাদার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন কুয়েনা মাফাকা। অসিদের বিপেক্ষে এই সফরে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেট তুলে নেন এই পেসার।
রাবাদার আগে আরেক পেসার মার্কো ইয়ানসেনও চোটে পড়েন। বাম হাতের আঙুলে অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছেন তিনি। দলের পেস আক্রমণে ভরসা এখন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও মাফাকা। এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে আছেন করবিন বশ ও উইয়ান মুল্ডার। স্পিনার হিসেবে আছেন কেশভ মহারাজ, সেনুরান মুথুসামি ও প্রেনেলান সুব্রায়েন।
সিরিজের দ্বিতয়ি ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ম্যাক্কের গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে। এর আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।