অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে শোচনীয় হার জ্যোতিদের

বিশ্বকাপের প্রস্তুতি সারতে অনূর্ধ্ব-১৫ ছেলেদের সাথে বাংলাদেশ নারী দলের ম্যাচ আয়োজন করেছে বিসিবি। আজ ছিল প্রথম ম্যাচ। যেখানে শোচনীয় পরাজয় বরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট কিংবা বল, কোনো বিভাগেই লড়াই করতে পারেনি জ্যোতি-রিতু-ফাহিমারা। হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রানের পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব-১৫ ছেলেরা। জবাব দিতে নেমে ৩৮ ওভারে নারী দল গুটিয়ে গেছে মোটে ৯৪ রান তুলতেই।
রান তাড়ায় নেমে শুরু থেকেই ধুকেছেন জ্যোতিরা। অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা বারবার সুযোগ কাজে লাগাতে না পারলেও সেটার সদ্ব্যবহার করতে পারেনি নারী দল। পুরো ইনিংসে মাত্র চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে। বাকিরা ছিলেন যাওয়া-আসার ভীড়ে।
ওপেনার ইসমা তানজিম খেলেন ৪১ বলে ১৬ রানের টেস্ট ইনিংস। আরেক ওপেনার শারমিন সুলতানার ব্যাট থাকে আসে ৫৪ বলে ২০ রান। তিনে নেমে সুমাইয়া আক্তার খেলেন ৪০ বলে ১০ রানের ইনিংস।
চার ও পাঁচে নেমে ব্যর্থ হয়ে ফিরেছেন অধিনায়ক জ্যোতি (৩ বলে ০) এবং মুর্শিদা খাতুন (১১ বলে ৩)। ছয় নম্বরে নেমে অলরাউন্ডার রিতু মনি চেষ্টা করেছেন উইকেটে পড়ে থাকতে। তবে রানের গতি বাড়াতে পারেননি তিনি। ৪০ বলে ১১ রান করে ফিরেছেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফজাল হোসাইন আলিফ ও অধিনায়ক বায়েজীদ বোস্তামির চল্লিশ ছাড়ানো ইনিংসে ১৮১ রানের পুঁজি পায় অনূর্ধ্ব-১৫ ছেলেরা। আলিফ ৮১ বলে ৪৫ আর বায়েজীদ খেলেন ৬৩ বলে ৪৬ রানের ইনিংস।
প্রসঙ্গত, আগামী মাসে ভারতের মাটিতে বসবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ নারী দলের। কোনো উপায় না পেয়ে ম্যাচ অনুশীলন করতে অনূর্ধ্ব-১৫ ছেলেদের সঙ্গে ম্যাচ আয়োজন করে বিসিবি। এই দলের সঙ্গে মোট চারটি ম্যাচ খেলবে জ্যোতিরা।