ইয়াসিরের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপঅর্ডার ব্যাটাররা এদিন ব্যর্থ হয়েছেন দলের চাহিদা পূরণ করতে। সাইফ-সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরান পার করে বাংলাদেশ। শেষদিকে ঝড়ো ইনিংসে দেড়শ ছাড়ানো পুঁজি পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য মেলবোর্ন স্টার্স একাডেমির প্রয়োজন ১৫৭ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৭ রানেই ভাঙ্গে উদ্বোধনী জুটি। ১৩ বলে ১৩ রান করে ফেরেন ওপেনার জিসান আলম। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখও ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। আগের দুই ম্যাচে দলের হাল ধরা আফিফ হোসেনও এদিন ব্যর্থ হয়ে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিন নম্বরে নামা সাইফ হাসান। চতুর্থ উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন তারা। ২৭ বলে ৩৩ রানে সোহান ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর দ্রুতই ফেরেন সাইফও। ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
দলের সংগ্রহ দেড়শ হবে কি-না যখন এমন সংশয় চলছিল, তখন ব্যাট হাতে ঝড় তুললেন ইয়াসির আলি চৌধুরি। তার ক্যামিওতে দেড়শ ছাড়ায় বাংলাদেশ। সমান দুই চার-ছক্কায় ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বংলাদেশ ‘এ’ দল : ২০ ওভারে ১৫৬/৭ (তোফায়েল ১*, নাঈম ১*, নাইম ১৯, জিসান ১৩, সাইফ ৪৫, আফিফ ০, সোহান ৩৩, রাকিবুল ৪, ইয়াসির ২৯; হাও ২-০-১২-০, শর্মা ৪-০২৮-১, বার্থিসেল ৩-০-৩৪-১, ওয়ারেন ৪-০-৩৮-১, ম্যাকেঞ্জি ৪-০-২১-৩, মার্লো ২-০-১৭-০, কেলাওয়ে ১-০-৬-০)