স্যাম ক্যারেনের বিধ্বংসী ব্যাটিংয়ে স্যাম কুকের লজ্জার রেকর্ড

আফগান লেগস্পিানার রশিদ খানকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়েছেন পেসার স্যাম কুক। তবে সেটি হয়ত তিনি চাননি। কেননা রেকর্ড গড়ে তাকে লজ্জায় পড়তে হয়েছে। দ্য হানড্রেড টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার এখন তিনি। বিধ্বংসী ব্যাটিং করে তাকে লজ্জায় ফেলেছেন আরেকজন স্যাম।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ বলে (১ ওভার) ৩২ রান দিয়েছেন স্যাম কুক। ১০০ বলের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ওভার ধরা হয় ৫ বলে। এই রেকর্ডের আগের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। যিনি গত মৌসুমে ৫ বলে দিয়েছিলেন ৩০ রান।
ঘটনাটি ঘটেছে ওভালে। ওভাল ইনভিন্সিবলস ও ট্রেন্ট রকেটসের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাট করে ট্রেন্ট রকেটস ১০০ বলে ১৭১ রান করে। জো রুট খেলেন ৪১ বলে ৭৬ রানের ইনিংস। জবাবে ওভাল ইনভিন্সিবলস মাত্র ৮৯ বলেই লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচের এক পর্যায়ে ওভালের প্রয়োজন ছিল ৩৫ বলে ৮৩ রান। তখন বল হাতে আসেন স্যাম কুক। সেখানেই ঘটে বিপর্যয়। কুকের ওই ৫ বলের রান ওঠে ৩২। ওভারের শুরুতে ছিল ওয়াইড ও বাউন্ডারি, পরে ছক্কা, চার, নো বল, ছক্কা ও ফ্রি হিটেও ছক্কা সব মিলিয়ে মাত্র ৩ বলে দেন ৩০ রান।
বাকি দুই বলে আরও ২ রান। ওভারে অতিরিক্ত রান বাদে যে ২৪ রান এসেছে তার পুরোটাই এসেছে কারেনের ব্যাট থেকে।
এই ওভারের আগে আরেক ইংলিশ পেসার ডেভিড উইলি ৫ বলে দেন ১৯ রান। কুক-উইলির টানা দুই ওভারে ওঠে ৫১ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই জয় পায় ওভাল। ২৪ বলে ৫৪ রান করে ম্যাচসেরা হন কারেন। এছাড়া ওভালের হয়ে অপরাজিত ৫৮ রান করেন জর্ডান কক্স।