বাংলাদেশ সফর নিয়ে যা বললেন নেদারল্যান্ডসের কোচ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস দল। দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে এটাই প্রথম নেদারল্যান্ডসের বাংলাদেশ সফর। আগামী ২৭ আগস্ট ঢাকায় পা রাখবেন তারা। ৩০ তারিখ মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
এশিয়া সফরে বরাবরই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয় এশিয়ার বাইরের দেশগুলোকে। নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর হিসেবে তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু দলটির প্রধান কোচ রায়ান কুক জানালেন, এর আগে ভারতে খেলায় কন্ডিশন কিছুটা পরিচিতই তাদের জন্য।
রায়ান কুক বলেন, ‘আমাদের দলের কয়েকজন খেলোয়াড় এর আগেও এশিয়ায়, বিশেষ করে ভারতে, বিভিন্ন বিশ্বকাপে খেলেছে। তাই পরিবেশটা তাদের কাছে কিছুটা পরিচিত। তবে, কয়েকজনের জন্য এটা নতুন অভিজ্ঞতা হবে। বাংলাদেশ একটা অসাধারণ জায়গা।’
নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরে না এলেও লম্বা সময় বাংলাদেশে কাটিয়েছেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাই বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে অনেক অভিজ্ঞ তিনি।
কুক বলেন, ‘আমি নিজে সেখানে অনেক সময় কাটিয়েছি; সেখানকার উত্তেজনা, দর্শক এবং খেলার প্রতি মানুষের আবেগ সত্যিই অবিশ্বাস্য। আমি নিশ্চিত, ছেলেরা এই সুযোগটা পুরোপুরি উপভোগ করবে।’