এশিয়া কাপের আগের ভারতের বিশেষ পরিকল্পনা

ইংল্যান্ড সফর শেষে বর্তমানে ছুটিতে আছে ভারত ক্রিকেট দল। আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের মিশনে নামবে ভারত। শিরোপার জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে চায় সূর্যকুমার-বুমরাহরা। সেজন্য দলের কোচ গৌতম গম্ভীরও এটেছেন ভিন্ন পরিকল্পনা। ক্রিকেটারদের পর্যাপ্ত অনুশীলন দিতেই এই পরিকল্পনা গাম্ভীরের।
এশিয়া কাপের কয়েকদিন আগে থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা করেছিল ভারত। শুরুতে পরিকল্পনা ছিল অনুশীলন ক্যাম্প হবে ভারতে। কিন্তু পরিকল্পনা থেকে সরে এসেছেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপ শুরুর অন্তত ৩-৪ দিন আগে থেকেই আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে সেই অনুশীলন করতে করবে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের খবর অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর দুবাই পৌঁছাবে ভারত। এরপর ৫ তারিখ থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। অন্তত চারদিন চলবে এই ক্যাম্প। লক্ষ্য দুবাইয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া।
আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সেপ্রেস জানিয়েছে, আমিরাতের সেই ক্যাম্পে ম্যাচ সিস্যুয়েশন, পাওয়ার-হিটিং অনুশীলন এবং আমিরাতের কন্ডিশনে বোলিং কম্বিনেশন ঠিকঠাক করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিসিসিআিইয়ের এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘ভারতে ক্যাম্প করার পরিবর্তে, দল ৩-৪ দিন আগেই উড়ে যাবে যেন তারা টুর্নামেন্ট শুরুর আগে ভালোভাবে অনুশীলন করতে পারে।’