রোনালদোর তারুণ্য ধরে রাখা নিয়ে যা জানালেন প্লাস্টিক সার্জন

বয়সটা চল্লিশ ছাড়িয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু এখনো যেনো টগবগে এক তরুণ মাঠে দৌঁড়ান। বল পায়ে গতি আর ক্ষিপ্রতায় পেছনে ফেলেন হালের তরুণ ফুটবলারদের। মুখের কোণে লেগে থাকে মিষ্টি এক টুকরো হাঁসি, চেহারায় লাবন্যের কোনো কমতি নেই। বয়স বাড়লেও রোনালদো যেনো আরও তরুণ হয়েছে। চেহারায় লাবন্য বেড়েছে। অন্তত যারা ম্যানচেস্টার উইনাইটেডের প্রথম রোনালদোকে দেখেছিলেন তারা সেটাই বলবেন।
চল্লিশেও ‘চালশে’ না হয়ে কীভাবে সৌন্দর্য্য ধরে রেখেছেন রোনালদো? সেই প্রশ্নও মাঝে মধ্যেই হয়। এতদিন সেই প্রশ্নের উত্তর ছিল- কঠিন অধ্যাবসায়, কঠোর নিয়ম-শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস। এগুলোই রোনালদোর তারুণ্যের রহস্য। তবে এর বাইরেও লুকিয়ে আছে রোনালদোর এমন তারুণ্য কিংবা যৌবন ধরে রাখার পেছনে। এমনটাই জানিয়েছেন, এক প্লাস্টিক সার্জন। তার ধারণা, এই পর্তুগিজ তারকা স্পষ্টতই তার বর্তমান চেহারা এবং তারুণ্য অর্জনের জন্য কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন।
সম্প্রতি ডেইলি মেইলের অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। যেই প্রতিবেদনে নিউ ইয়র্কের বিখ্যাত প্লাস্টিক সার্জন ডা. এলি লেভিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যদিও লেভিন কখনো রোনালদোর সঙ্গে কাজ করেননি, তবে তিনি বিশ্বাস করেন, সিআরসেভেন তার চেহারায় তারুণ্য ধরে রাখতে অস্ত্রোপচারে প্রচুর অর্থ ব্যয় করেছেন।
রোনালদো ঠিক কি ধরনের অস্ত্রোপচার করিয়েছেন তারও একটি ধারণা দিয়েছেন ডা. লেভিন। তিনি মনে করেন, রোনালদো ‘রাইনোপ্লাস্টি সার্জারি’ করিয়েছেন। এটি ‘নাকের কাজ’ নামেও পরিচিত। রাইনোপ্লাস্টি সার্জারির মাধ্যমে নাকের সৌন্দর্য বৃদ্ধি করা হয় ও নাকের অসামঞ্জস্যতা দূর করা হয়। লেভিন বলেন, ‘এটা রাইনোপ্লাস্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে শুধু নাকের মাথা নয়, উপরিভাগও ঠিক করা হয়েছে। রোনালদোর নাকের হাড়ও পুনর্গঠন করা হয়েছে।’
এই প্লাস্টিক সার্জনের বিশ্বাস রোনালদো তার দাঁতের কাজও করিয়েছেন। এটা অবশ্য ওপেন সিক্রেটই। ক্যারিয়ারের শুরুর দিকে রোনালদো নিজেই সামনে এনেছিলেন দাঁতের কাজ করানোর বিষয়টি। সেই সঙ্গে হাঁসির সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মাড়িতেও অস্ত্রপচার করিয়েছেন রোনালদো। তবে লেভিন বিস্তারিত ধারণা দিয়েছেন ঠিক কি কাজ করিয়েছেন এই পর্তুগিজ তারকা।
ডা. লেভিন মনে করেন, দাঁতের জন্য ‘ডেন্টাল ভিনার্স’ ব্যবহার করেছেন রোনালদো। আর হাসির সময় মাড়ি যেন বের না হয়ে আসে, সে জন্য মাড়িতেও কাজ করিয়েছেন। এটা ‘বোটক্স’ ও ‘ভিনার্স’ ব্যবহার করে করা গেলেও রোনালদো অস্ত্রোপচার করিয়েছেন বলে মনে করেন এই চিকিৎসক। আর এই অস্ত্রোপচার বেশ ব্যথাতুর এবং এতে কসমেটিকস ট্রিটমেন্টও করা হয়েছে।
লেভিনের এই বক্তব্য বলছে, এতদিন রোনালদোর সৌন্দর্য্য বা তারুণ্য ধরে রাখা নিয়ে যে, বক্তব্য প্রচলিত ছিল। তাই বাইরেও কিছু কারণ আছে সিআরসেভেনের তারুণ্য ধরে রাখার পেছনে। যেগুলো কখনও সামনে আসেনি। আর এগুলোর জন্য অনেক টাকা খরচ করিয়েছেন রোনালদো।