এশিয়া কাপের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তার আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লিটনরা এখন আছেন সিলেটে। এর আগে আইসিসি থেকে পেলেন মন খারাপ করা খবর। ওয়ানডের সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার বাংলাদেশি ব্যাটার।
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার—প্রত্যেকে পিছিয়েছেন দুই ধাপ করে।৭০ থেকে পিছিয়ে মিরাজের অবস্থান এখন ৭২, রেটিং পয়েন্ট ৪৬২। লিটনের অবস্থান ৭৭ থেকে নেমে হয়েছে ৭৯, তার রেটিং ৪৪৬। সৌম্য ও তামিম যথাক্রমে আছেন ৮৭ ও ৮৮ নম্বরে।আগের অবস্থান ছিল ৮৫ ও ৮৬।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতীয় তারকা শুভমান গিল।গিলের রেটিং পয়েন্ট ৭৮৪।সেরা ৩০-এও নেই কোনো বাংলাদেশি ব্যাটার।
তবে, আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূল দলে নেই মিরাজ ও সৌম্য। তাছাড়া, আসর শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রত্যাশা লালসবুজের প্রতিনিধিদের।