এনসিএলে যে দুই বিষয়ে গুরুত্ব দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে দেশের ক্রিকেটারদের তাকিয়ে থাকতে হতো বিপিএলের দিকে। আরেকটি টি-টোয়েন্টি লিগ না থাকার আক্ষেপ ছিল ক্রিকেটারদের। সেই আক্ষেপ ঘুচেছে গত বছর। প্রথমবার আয়োজন করা হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। চলতি বছর আরও বড় পরিসরে আয়োজন হচ্ছে সেই টুর্নামেন্ট।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এনসিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে এনসিএল আয়োজনের উদ্দেশ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘গত বছর থেকে এনসিএল টি-টোয়েন্টি চালু করেছি। আমাদের ইচ্ছে ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে। সেজন্য এবার আরও বড় করে এনসিএল আয়োজন করার চেষ্টা করেছি।’
আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে এখনও মানিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এর কারণ হিসেবে অনেকবারই অভিযোগের কাঠগড়ায় উঠেছে উইকেটের মান। তাই এবারের এনসিএল টি-টোয়েন্টিতে উইকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান।
আকরাম যোগ করেন, ‘আমরা দুইটা জিনিস ভালো করার চেষ্টা করেছি। উইকেট ও আউটফিল্ড যেন ভালো হয় এবং আয়োজনটা যেন সুন্দর হয়।’
গত বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। এবার বাড়ানো হয়েছে ভেন্যু সংখ্যা। সিলেটের সঙ্গে নতুন করে যোগ হয়েছে রাজশাহী আর বগুড়া। তবে, এই অঞ্চলে বৃষ্টির শঙ্কা আছে। সেসব নিয়ে বিসিবির পরিকল্পনা তুলে ধরেন আকরাম খান।
আকরাম বলেন, ‘আমরা একই জায়গায় দুটি ভেন্যুর চেষ্টা করেছি। চট্টগ্রাম দেখেছি, কক্সবাজারে দেখেছি কিন্তু কোথাও লাইট আছে কিন্তু উইকেট ভালো না। পরে রাজশাহী ও বগুড়াকে বাছাই করা হয়। বৃষ্টির একটা শঙ্কা আছে, সেটা মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি। অন্য জায়গা থেকে পিচ ঢাকার জন্য কাভার নিয়ে নিয়ে আসা হয়েছে। আউটফিল্ড ঢাকারও ব্যবস্থা করা হয়েছে।’