আইসিসি ট্রফি জয় নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ ক্রিকেটকে যদি একটি বইয়ের সঙ্গে তুলনা হয়, তাহলে সেই বইয়ের বড় একটি অধ্যায় হবে ১৯৯৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের ক্রিকেটের উত্থান হয় সেই টুর্নামেন্টের মাধ্যমে। বিশ্ব ক্রিকেটে প্রথমবার কোনো ট্রফি জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। জায়গা করে নেয় ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে।
বাংলাদেশের ক্রিকেটে ঐতিহ্য ধরে রাখার সংস্কৃতি খুব একটা ছিল না। তবে সেই ধারায় পরিবর্তন এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চলতি বছর উদযাপন করা হয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তিতে ‘রজত জয়ন্তী।’ এবার এলো আরও বড় খবর, সিনেমা বানানো হবে দেশের ক্রিকেটের একটি অর্জন নিয়ে।
বাংলাদেশের ক্রিকেটে আনুষ্ঠানিক সাফল্য আসলে খুব বেশি নেই। সেই হাতেগোনা কয়েকটি সাফল্যের মধ্য থেকে কোনটি নিয়ে সিনেমা বানানো যেতে পারে, সেটি অনেকেই বুঝে যাওয়ার কথা। ১৯৯৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিনেমা বানানো হবে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমা তৈরির ব্যাপারে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘গতকাল একটা হাউজ এসেছিল আমাদের কাছে। তারা সিনেমা বানাবে ১৯৯৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সেই টুর্নামেন্টে কী হয়েছিল সেটা নিয়ে।’
১৯৯৭ সালের সেই ট্রফি জয়ে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আকরাম খান। সিনেমা বানালে তাই স্বাভাবিকভাবে সেখানে বড় একটা রোল থাকবে তার। এবার পরের কথায় আকরাম খানের রোল নিয়ে মজার একটি গল্প শোনালেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘সেই মিটিংয়ে আকরাম খানও ছিল। তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে, নায়িকা কে হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকরাম খানের বড় রোল, তিনি ক্যাপ্টেন ছিলেন। তিনি বললেন যে, আচ্ছা আমার কয়েকটা সিন না হয় হলো। কিন্তু নায়িকা কে হবে?’