হারের পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। শেষদিনে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তেরা। পুরো টুর্নামেন্টে আধিপত্য করা আর্জেন্টিনা আজ বুধবার (১০ সেপ্টেম্বর) শেষটা রাঙাতে পারেনি, ইকুয়েডরের কাছে হেরেছে ১-০ গোলে। হারের সঙ্গে সঙ্গে একটি দুঃসংবাদও শুনতে হয়েছে আকাশী-নীলদের।
ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। বাছাইপর্বের শেষ ম্যাচে এই লাল কার্ড দেখায় বিশ্বকাপের মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের তখন ৩১ মিনিট। বক্সের একটু বাইরে বল পেয়ে যান ইকুয়েডরের স্ট্রাইকার এনের ভ্যালেন্সিয়া। তার সামনে তখন ছিল শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমন অবস্থায় ভ্যালেন্সিয়াকে বক্সের বাইরে ফাউল করে বসেন ওতামেন্দি। সামনে থাকা রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। বাকি সময়ে ১০ জনের দল নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে।
ফিফার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি বাছাইপর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখেন, তাহলে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। সেই নিয়মেই প্রথম ম্যাচে খেলা হবে না আর্জেন্টিনার অভিজ্ঞ এই ডিফেন্ডার ওতামেন্দি। যেটা নিশ্চিতভাবেই কিছুটা হলেও চিন্তায় ফেলবে কোচ লিওনেল স্কালোনিকে।
এই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ইকুয়েডরের মিডফিল্ডার মইসেস কাইছেদো। ম্যাচের ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডরও। যে কারণে মূলপর্বের প্রথম ম্যাচে তিনিও খেলতে পারবেন না।