আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন যে দুজন

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে মেসি-মার্টিনেজরা। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
গত ১৮ আগস্ট ঘোষণা করা প্রাথমিক দলের ৩১ জন থেকে বাদ পড়েছেন দুজন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন ভেনিজুয়েলার বিপক্ষে।
সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে একাদশে থাকা লেফটব্যাক মেদিনা গত শনিবার অলিম্পিক মার্শেইয়ের হয়ে মাঠে নামতে পারেননি। দলে একমাত্র বাঁ পায়ের লেফটব্যাক ছিলেন তিনি। গত জুলাইয়ে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএলে যোগ দেন কোরেয়া। দল থেকে বাদ পড়েছেন দুজনই।
দলে নতুন তিন মুখ ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা ও জোসে ম্যানুয়েল লোপেজ। পালমেইরাসের জার্সিতে এই মৌসুমে ৪৬ ম্যাচে ১৭ গোল করে দলে জায়গা করে নিয়েছেন লোপেজ।
দলে নেই এনজো ফার্নান্দেজ। গত জুনে বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন মিডফিল্ডার। যে কারণে স্কালোনি দলে রাখেননি তাকে। তার জায়গায় ডাকা হয়েছে পোর্তোর ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলাকে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মেসি-মার্টিনেজরা।
আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), হেরোনিমো রুই (মার্শেই)।
ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিঁও), মার্কোস আকুনা (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বালের্দি (মার্শেই), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), হুলিও সোলের (বোর্নমাউথ)।
মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালান ভারেলা (পোর্তো), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস)।
ফরোয়ার্ড : লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), ক্লদিও এচেভেরি (বায়ার লেভারকুসেন), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), ভ্যালেন্তিন কারবোনি (জেনোয়া), জিউলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস) ও জোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।