এশিয়া কাপ
বাংলাদেশকে চোখ রাঙিয়ে হংকংয়ের সংগ্রহ ১৪৩ রান

ম্যাচ শুরুর আগে হংকংয়ের ক্রিকেটাররা জানিয়েছিলেন, বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হংকং নিজেদের কথা রেখেছে। ব্যাট হাতে লড়েছে শেষ ওভার পর্যন্ত। শুরুতে জোড়া উইকেট হারালেও হাল ছাড়েনি দলটি। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটিতে সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করেছে দলটি। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে তুলেছে ১৪৩ রান।
টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে গেছেন লিটনরা। বল হাতে বোলাররা সাফল্যের বার্তাই দিয়েছেন শুরুতে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লিটনের ক্যাচ বানিয়ে হংকং ওপেনার আন্সি রথকে ফেরান তিনি। ফেরার আগে ৪ বলে ৫ রান করেন তিনি। ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং।
ওয়ানডাউনে নেমে হাতখুলে খেলতে শুরু করেন ২০১৪ সালে হংকংয়ের জয়ের নায়ক বাবর হায়াত। পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে উড়িয়ে মেরেছিলেন তিনি। পরের বলে দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান সাকিব। ১২ বলে ১৪ রান করে ফেরেন তিনি। ৩০ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় হংকং। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জিসান আলী ও নিজাকাত খান। সাকিবের বলে মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিসান, করেন ৩০ রান।
এক প্রান্তে নিজাকাত খেলেন নিজের মতো। অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে নিয়ে বাড়ান রানের গতি। ১৯ বলে ২৮ রানের গতিশীল ইনিংস খেলে রান আউট হন মুর্তজা। ৪২ রান করে বিপজ্জনক হয়ে ওঠা নিজাকাতকে সাকিবের ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন। পরের বলে কিঞ্চিত শাহকে লেগবিফোর করেন রিশাদ। শেষ পর্যন্ত হংকং থামে মাঝারি সংগ্রহে।
বাংলাদেশের পক্ষে তাসকিন, রিশাদ ও সাকিব নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিসান ৩০, আন্সি ৪, বাবর ১৪, ইয়াসিম ২৮, নিজাকাত ৪২, কিঞ্চিত ০, এজাজ ৫, কালহান ৪*, ইহসান ২* ; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩১-২)।