ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় ওনানা

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ ছিল না। গুঞ্জন ছিল এই মৌসুমের ক্লাব ছাড়তে চলেছেন কামেরুনের এই গোলরক্ষক। সেটি আরও ভারি হয়েছিল বেলজিয়ান গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে ভেরনোর পর থেকে। গুঞ্জনকে সত্যি করে অবশেষে ক্লাব ছাড়লেন ওনানা।
ধারে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিচ্ছেন ওনানা। ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়টা সেখানেই কাটাবেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেরদিন এই চুক্তি সম্পন্ন হয়।
চলতি মৌসুমে রুবেন আমোরিম প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে মাঠে নামাননি ওনানাকে। ক্যামেরুনের এই গোলরক্ষককে নিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ছাড়পত্র ও নিবন্ধন সাপেক্ষে এই চুক্তি কার্যকর হবে।
এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘আমরা ওনানার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’ আমোরিমের অধীনে ওনানার এই মৌসুমে একমাত্র ম্যাচ ছিল কারাবাও কাপে, যেই ম্যাচে লিগ টু ক্লাব গ্রিমসবির কাছে হেরে যায় ইউনাইটেড।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিলান থেকে চার কোটি ৭২ লাখ পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ওনানা। সাবেক কোচ এরিক টেন হাগ ডেভিড ডি গিয়ার জায়গায় তাকে দলে টানেন।
ওনানা ইউনাইটেডের জার্সিতে ম্যাচ খেলেছেন ১০২টি। ২০২৪ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ জিতেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে ওনানার সময়টা খুব একটা সুখকর ছিল না, নিয়মিত ভুলের কারণে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। গুরুত্বপূর্ণ মুহূর্তে বেশ কিছু ব্যর্থতা তাকে সমালোচনার মুখে ফেলে। এসব কারণেই গোল পোস্টে নতুন ভরসা খুঁজতে বাধ্য হয় ক্লাবটি। বর্তমানে আমোরিমের দলে গোলরক্ষক হিসেবে আছেন ল্যামেন্স, আলতাই বাইিন্দির ও টম হিটন।
এই মৌসুমের দলবদলের শেষ দিনে রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে ২৩ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে নেয় ইউনাইটেড। তার সঙ্গে চুক্তির প্রাথমিক মূল্য ধরা হয় ২১ মিলিয়ন ইউরো (১৮.১ মিলিয়ন পাউন্ড), সঙ্গে রয়েছে অতিরিক্ত বোনাসের শর্ত।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সিটির মাঠ ইতিহাদে ম্যানচেস্টার ডার্বি মাঠে ম্যাচটি গড়াবে রোববার (১৪ সেপ্টেম্বর)।