টাইব্রেকারে চতুর্থ স্তরের দলের বিপক্ষে হারল ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় কাটতেই চাইছে না। প্রিমিয়ার লিগে দুই ম্যাচে জয়হীন থেকে মৌসুমের শুরুটা ভালো হয়নি তাদের। এবার লিগ কাপে চতুর্থ স্তরের দলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে তারা। এতে গত বছরের নভেম্বর থেকে ইউনাইটেডের ডাগআউটে দাঁড়ানো রুবেন আমোরিমের সময়টাও যেন ঘনিয়ে আসছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) ব্লান্ডেল পার্কে দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে গ্রিমসবি টাউন। নির্ধারিত সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। এরপর ২৬ শটের এক ম্যারাথন টাইব্রেকার শেষে ১২-১১ ইউনাইটেডকে হারিয়ে উল্লাসে মেতে ওঠে গ্রিমসবি।
এদিন খেলার প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ মিনিটে চার্লস ভারমান ও ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গ্রিমসবি।
তবে দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের উদ্ধার করে ব্রায়ান এমবেউমো ও হ্যারি ম্যাগুয়েরে। ৭৫ মিনিটে এমবেউমোর গোলের পর ম্যাচের একবারে শেষ মুহূর্তে ৮৯ মিনিটে ম্যাগুয়েরের গোলে ২-২ সমতায় ফেরে ইউনাইটেড।
কিন্তু টাইব্রেকারে এসে এমবেউমোর ১৩ নম্বর শট ক্রসবারে লেগে ফিরলে ইউনাইটেডকেও ফিরতে হয়েছে লজ্জার নিয়ে।
নাটকীয় টাইব্রেকারের প্রথম ৫টি শটে ৪-৪ গোলে সমতা ছিল। ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনান প্রতিপক্ষের একটি শট ঠেকালেও মিস করে ম্যাচ জেতার সুযোগ নষ্ট করেন মাতেউস কুনিয়া। এরপর খেলা গড়ায় সাডেন ডেথে।
সাডেন ডেথে এসে ১৩ নম্বর শট মিস করেন এমবেউমো। এখানেই ১২-১১ গোলে হার নিশ্চিত হয় গ্রিমসবির। যদিও টাইব্রেকারে প্রথবার গোল করেছিলেন এমবেউমো, তবে তার দ্বিতীয় শট পোস্টে লেগে ফেরাটাই ইউনাইটেডের জন্য কাল হয়ে দাঁড়ায়।
তারকা নির্ভর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গ্রিমসবির একাদশে ছিল কয়েকজন একাডেমি খেলোয়াড় ও ফেরো আইল্যান্ডের জাতীয় দলের একজন ফুটবলার।
প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের নতুন আক্রমণভাগ এমবেউমো, কুনিয়া ও বেঞ্জামিন সেস্কোকে নিয়েও ব্যর্থতা ঘোচাতে পারছেন না আমোরিম। দায়িত্ব নেওয়ার পর ৪৪ ম্যাচে মাত্র ১৬টি জিতেছেন। এবার এই হার তাকে আরো বেশি চাপে ফেলে দিবে হয়ত।
২০১৪ সালের পর প্রথমবার লিগ কাপে দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেবারও তারা তৃতীয় বিভাগের দল এমকে ডনসের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল।