ম্যান ইউনাইটেডেই যাচ্ছেন মার্টিনেজ?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা ছাড়বেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩২ বছর বয়সী এমি নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের প্রথম ম্যাচে খেলেননি, যা তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো করেছে। কোথায় যাবেন তিনি, এমন প্রশ্ন ঘুরপাক খায় প্রতিনিয়ত। নানা সময়ে নানা ক্লাব নিয়ে আলোচনা হলেও ম্যানচেস্টার ইউনাইটেডে তার যাওয়ার সম্ভাবনা বেশ মজবুত।
জোর গুঞ্জন, ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ম্যান ইউনাইটেড কোচ রুবেন আমোরিম খুঁজছেন নতুন গোলরক্ষক। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। এবার ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও দিলেন ইঙ্গিত। আজ রোববার (৩১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে রোমানো জানান, এমিকে দলে নিতে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় আসতে চলেছে ম্যান ইউনাইটেড।
রোমানো বলেন, ইতোমধ্যে দিবু (এমির ডাকনাম) নিজের ব্যক্তিগত বিষয়ে সম্মত হয়েছেন। তিনি ম্যান ইউনাইটেডে যেতে চান। রেড ডেভিলরাও অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় যেতে তৈরি। ভিলাও প্রস্তুত, তারা বিভিন্ন বিষয়ে কথা বলবে রেড ডেভিলদের সঙ্গে।
মার্টিনেজের প্রতি এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও সৌদি আরবের ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছে। মাঝে আলাপ উঠেছিল,ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ হবেন তিনি। তবে তার আগ্রহ রেড ডেভিল শিবিরে। তাছাড়া, আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিং সিপির কোচ থাকাকালে তাকে দলে ভেড়াতে চেষ্টা করেছিলেন আমোরিম। কিন্তু শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা কিনে নেয়।