বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ নেই আশরাফুলের

মাস চারেক আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। চার মাসের মাথায় আবার তাকে সরিয়েও দেওয়া হলো সেই পদ থেকে। তার জায়গায় নতুন সদস্য করা হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ঘটনাটি গত ৮ সেপ্টেম্বরের হলেও সেটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি সেই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেই সঙ্গে এই ঘটনায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
আশরাফুল জানালেন, তাকে বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ নেই তার। মন খারাপও হয়নি। তিনি বলেন, ‘না, আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে আগ্রহ ছিল না। চার মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল… তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন। আমি তার পছন্দের ছিলাম জন্যই আমাকে কমিটিতে রাখা হয়েছিল। কিছুদিন আগে আবার ফোন দিয়ে বলা হয়েছে, আমার পজিশনে বুলবুল ভাইকে দিলে আমার কোনো সমস্যা আছে কি-না? আমি শুনে বলেছি তাহলে তাড়াতাড়ি দেন আমার কোনো সমস্যা নাই।’
আমিনুল ইসলাম বুলবুল মূলত পুনরায় বিসিবি নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নিতে কাউন্সিলরশিপ প্রয়োজন। ধারণা করা হচ্ছে, সে কারণেই আশরাফুলের জায়গায় বুলবুলকে সদস্য করা হয়েছে।
বুলবুলের নির্বাচন করা নিয়ে আশরাফুল বলেন, ‘আমি মনে করি, যারা ক্রিকেট খেলা বোঝেন এবং যারা ক্রিকেটের সাথে আছেন, শেষ ৩/৪ মাস বুলবুল ভাই যেভাবে কাজ করছেন এই জিনিসটাই আসলে হওয়া উচিত।’
বুলবুল আবারও বিসিবি সভাপতি হয়ে আসলে কেমন করবেন? এমন প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, ‘আমরা ২৫ বছর ধরে টেস্ট স্ট্যাটাস পেয়েছি কিন্তু আমাদের কোনো স্ট্রাকচারই তৈরি হয় নাই। বুলবুল ভাই যেহেতু ১৭/১৮ বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ফলে এই জিনিসগুলোতে উনি কিন্তু খুব পারদর্শী। আমি বিশ্বাস করি, উনি যদি আবার বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন, উনার যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন। উনি গত ৩/৪ মাসে যে কাজগুলো করেছেন এতেই আমরা খুশি। আসলে আরও ১০-১৫ বছর আগে থেকেই এই কাজগুলো করা দরকার ছিল।’