কুইক টি-টোয়েন্টি থেকে টেস্টের পথে বুলবুল

ক্রিকেট পাড়ায় গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে। এই আলোচনার মধ্যে বড় একটা অংশজুড়ে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনে অংশ নেবেন কি-না, সেটা নিয়ে। প্রথমে কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা বললেও এবার টেস্টের পথে হাঁটছেন বুলবুল।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুলবুল। সেখানেই নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘ইতোমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবির) নির্বাচন করব এবং প্রপার নির্বাচনই করব। এখানে (বিসিবিতে) সভাপতি নির্বাচন হয় না। পরিচালকদের নির্বাচন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব—পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।’
এর আগে যখন বিসিবির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম তখন বলেছিলেন, ‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা নেই।’
প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড গঠিত হয় ২৫ জন পরিচালক নিয়ে। এই পরিচালকদের নির্বাচন তিনটি ক্যাটাগরির মাধ্যমে হয়। ক্যাটাগরি ১-এ ঢাকাভিত্তিক ক্লাবগুলোর ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ২-এ দেশের ৮টি বিভাগ ও ৬৪টি জেলার কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ৩-এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটা থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক সরাসরি মনোনীত হন। পরবর্তীতে এই ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন।
বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।