ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে বিসিবি সভাপতির পরিকল্পনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পরে থেকেই তৃণমূলের ক্রিকেটের উন্নয়নে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রতিটি বিভাগে গিয়ে স্থানীয় ক্রিকেটের খোঁজ খবর নিচ্ছেন তিনি। সেই ধারায় আজ রোববার (২৪ আগস্ট) গিয়েছিলেন নারায়ণগঞ্জে। সেখানে গিয়ে বেশ আক্ষেপই শোনা গেলো বিসিবি সভাপতির কণ্ঠে। এক সময় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়া স্টেডিয়ামটির উন্নতিতে কাজ করার কথা জানিয়েছেন বুলবুল।
এক সময় আন্তর্জাতিক ক্রিকেটসহ বিপিএলের ম্যাচ আয়োজন হতো ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু সেই মাঠে এখন মাত্র তিনটি উইকেট। অথচ সাম্প্রতিক সময়েও নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছে জিসান আলমের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা। রনি তালুকদারও নারায়ণগঞ্জেরই সন্তান।
সেই প্রসঙ্গ টেনে বুলবুল বলেন, ‘গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম একটা ফিফটি করেছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। আর আজকে দেখলাম জিসান যেখানে অনুশীলন করে, এটা আমি মেলাতে পারছি না। সে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটি করছে আর তার অনুশীলনের ব্যবস্থা এখানে কী!’
এত কম ফ্যাসিলিটিজ, এত কম উইকেটে প্র্যাক্টিস করে জিসান আলম-রনি তালুকদারদের মতো ক্রিকেটারদের উঠে আসাকে ভাগ্যের ব্যাপার বলে মনে করেন বুলবুল। তিনি বলেন, ‘জাহাঙ্গীর (কোচ) খুব গর্ব করছিল, আমার এখানে তিনটা উইকেট আছে। যখন একজন জেলার কোচ তিনটা উইকেটে খুশি হয়ে যায় এবং সেখান থেকে জিসান আলম বা রনি তালুকদারের মতো ক্রিকেটার উঠে আসে, এটা বলব অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে তিনটা কেন, ৩০টা উইকেট থাকা উচিত।’
ফতুল্লাতে আবারও প্রাণ ফেরাতে চান বিসিবি সভাপতি। পুরনো এই স্টেডিয়ামটিতে ১৫-২০টি উইকেট বানাতে চান বুলবুল। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি... আমার সঙ্গে বিসিবির ভাইস প্রেসিডেন্ট (নাজমুল আবেদিন ফাহিম) আছেন, আমরা প্রথম অনুশীলন সুবিধা বাড়ানোর কাজ করব। এখানে তিনটা উইকেট কেন থাকবে? অন্তত ১৫-২০টা উইকেট থাকা উচিত। সেই চেষ্টা আমরা করব।’
বিসিবির দায়িত্ব নেওয়ার আগে আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশে। ফতুল্লায় উইকেটে বাড়ানোর সঙ্গে সঙ্গে হাই-পারফরম্যান্স সেন্টার খোলার সম্ভাবনার কথাও জানালেন তিনি।
বুলবুল বলেন, ‘এখানে আমরা যদি একটা ছোটখাটো কম খরচের ইনডোর করতে পারি এবং আউটডোর সুবিধা বাড়াতে পারি, তাহলে খুব অনায়াসে এখানে একটা হাই পারফরম্যান্স সেন্টার করা সম্ভব। এই চারটা প্রতিশ্রুতি- ফ্যাসিলিটি, গ্রাউন্ড, কোচ ডেভেলপমেন্ট ও হাই পারফরম্যান্স সেন্টার, এই চারটা কাজ আমরা ইনশাআল্লাহ্ শুরু করব।’