এনসিএল টি-টোয়েন্টি
রাজশাহী গিয়েও খেলতে পারলেন না মোসাদ্দেকরা

টুর্নামেন্টের শুরু থেকেই বেরসিক বৃষ্টির বাধার মুখে এনসিএল টি-টোয়েন্টি। প্রথম দিন বৃষ্টির বাধায় ভেস্তে যায় বগুড়ার ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস বলছিল আরও দু’দিন বৃষ্টি হতে পারে বগুড়ায়। তাই এই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছিল রাজশাহীতে। কিন্তু এর সঙ্গে পিছু নিয়েছে বৃষ্টিও। রাজশাহীতেও বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচ।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া থেকে রাজশাহীতে সরিয়ে নেওয়া ঢাকা ও বরিশালের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে অলস সময় পার করেই মাঠ ছাড়তে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, সালমান হোসেন ইমনদের।
সূচি অনুযায়ী, ঢাকা-বরিশাল ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেখে গতকাল সন্ধ্যায় আগামী দুই দিনের জন্য নতুন সূচি ঘোষণা করে বিসিবি। বগুড়ার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। সেখানেও একই পরিস্থিতিতে পড়ল ম্যাচ।
গতকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। প্রথম দিন বগুড়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। রাজশাহীতে উদ্বোধনী ম্যাচেও খেলা হয়েছে ৫ ওভার করে।
রাজশাহীতে দুপুর ২টা থেকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল খুলনা ও চট্টগ্রামের। কিন্তু আবহাওয়া পরিস্থিতি ঠিক না হওয়ায় সেই ম্যাচও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত সেই ম্যাচ মাঠে গড়াবে কি-না, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।