‘হ্যান্ডশেক’ কাণ্ডে আইসিসিকে খুঁজছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপটা বিতর্কে রূপ নিয়েছে ‘হ্যান্ডশেক’ এর ঘটনায়। ম্যাচ শেষে খেলোয়াড়ি চেতনাকে দূরে রেখে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টাকেই সামনে ফুটিয়ে তুললেন ভারতীয় দলের ক্রিকেটাররা। জয়ী হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরলেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। অথচ হাত মেলানোর জন্য অপেক্ষায় ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু ভারত রাজনীতি থেকে ক্রিকেটকে আলাদা করতে পারেনি।
এই ঘটনায় পাকিস্তানের সাবেকরা ক্ষোভ ঝেড়েছেন সাক্ষাৎকার দিয়ে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ তো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’-এ পোস্ট দিয়ে বিষয়টিকে আইসিসির নজরে আনার চেষ্টা করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আপনারা ভারতীয় ক্রিকেট দল। হ্যাঁ, আপনারা বিশ্বের সেরা দল। কিন্তু ম্যাচ শেষে হাত মেলাননি। এতে আপনাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করছিল, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিং রুমে চলে যায়। আইসিসি কোথায়?’
করাচি থেকে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে সাক্ষাৎকার দেন রশিদ। সেখানে তিনি বলেন, ‘আগেও যুদ্ধ হয়েছে, তবে আমরা সবসময়ই হাত মিলিয়েছি। এবারের ঘটনার দাগ বহুদিন রয়ে যাবে। আমরা দেশের জন্য খেলি। তবে আজকে যা হয়েছে, মোটেও ঠিক হয়নি।’
পেহেলগামে হামলায় বিষয়টি নিয়ে আপত্তি তোলাকে রশিদ যৌক্তিক মনে করেন। তবে এর সাথে জড়িত অপরাধীদের ধরতে বলেছেন তিনি। কিন্তু মাঠে যা ঘটেছে সেই বিষয়টিকে তিনি সমর্থন করেন না।
এই বিষয়ে রশিদ লতিফ বলেন, ‘যুদ্ধ বা পেহেলগাম হামলার বিষয়ে আপনারা আপত্তি তুলতেই পারেন, সেটি যৌক্তিক। কিন্তু যখন আপনি মাঠে আসবেন, তখন খেলাটা সঠিক উপায়ে খেলতে হবে। যদি পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত থাকে, তাহলে অপরাধীদের ধরুন। ভারতের উচিত ছিল লড়াই করা, কিন্তু সেটিও তারা ঠিকভাবে করতে পারেনি। ভারতের উচিত ছিল শেষ পর্যন্ত যুদ্ধ করা, পিছিয়ে আসা নয়।’