ছক্কায় সবাইকে ছাড়িয়ে গেলেন তামিম

বাংলাদেশের ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এক আস্থার নাম। যতক্ষণ ক্রিজে থাকেন, নিজেকে উজাড় করে দেন। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে তামিম খেলেন নিজস্ব ছন্দে। টি-টোয়েন্টির ধুন্ধুমার যুগে ছক্কা মারায় প্রবল আগ্রহ তার। চাওয়ার সঙ্গে পাওয়ার মেলবন্ধনও ঘটেছে। ২০২৫ সালে ছক্কা মারায় গড়েছেন রেকর্ড।
২০২৫ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তামিম। পারভেজ হোসেন ইমনের সমান ২৩টি ছক্কা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন। আউট হওয়ার আগে হাঁকিয়েছেন তিনটি ছয়। সবমিলিয়ে ২৬টি ছয় নিয়ে চলতি বছর সবার ওপরে তামিম।
এশিয়া কাপে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাঁচা-মরার। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এমন ম্যাচেই জ্বলে উঠেছেরন তামিম। শুরু থেকে চড়াও হয়েছেন আফগান বোলারদের ওপর। নুর আহমেদের বলে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন। ইনিংসটি সাজান চারটি চার ও তিনটি ছক্কায়।
চলতি বছর এটি তামিমের চতুর্থ ফিফটি। এক পঞ্জিকাবর্ষে লিটন দাসের পর যৌথভাবে এটিই বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ ফিফটি। ২০২২ সালের পর এই বছরও লিটন অর্ধশতক পার করেছেন চারবার।