জন্মদিনের রাতে লিভারপুলকে জয় উপহার দিলেন ফন ডাইক

ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু হয়েছে রোমাঞ্চকর এক জয়ে। নিজের জন্মদিনের রাতে অল রেডদের জয়ের নায়ক বনে গেলেন অধিনায়ক ভার্জিল ফল ডাইক। শেষ মুহূর্তে তার গোলেই আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে লিভারপুল। ম্যাচ শেষে সমর্থকরাও তাদের অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছো জানাতে ভুলে যাননি।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে অ্যানফিল্ডে পাঁচ গোলের নাটকীয় লড়াই শেষে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
ঘরের মাঠে ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করেছে লিভারপুল। ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যেই মোহাম্মদ সালাহর গোল ও অ্যাসিস্টে এগিয়ে যায় লিভারপুল। চতুর্থ মিনিটে সালাহর নিচু ফ্রি-কিক রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়।
এর ঠিক দুই মিনিট পর অসাধারণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান সালাহ। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। এরপর প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করলেও তৃতীয় গোলের দেখা পায়নি লিভারপুল।
৪২তম মিনিটে জাকোমো রাসপাদোরির পাস থেকে গোল করে আতলেতিকোর ব্যবধান কমান মার্কোস ইয়োরেন্তে। এরপর ম্যাচে ফেরে স্প্যানিশ ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দারুণ এক সুযোগ পান সালাহ, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। এই ব্যর্থতা পরে বড় হয়ে ওঠে।
৮১তম মিনিটে ইয়োরেন্তের দ্বিতীয় গোলেই সমতায় ফেরে আতলেতিকো। বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান এই স্প্যানিশ মিডফিল্ডার।
শেষদিকে ম্যাচ ড্র হওয়ার শঙ্কায় আক্রমণের পর আক্রমণ করতে থাকে লিভারপুল। অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন অধিনায়ক ফন ডাইক।
২০২৫–২৬ মৌসুমে লিভারপুল যেন শেষ মুহূর্তের নাটকীয়তার দল হয়ে উঠেছে। একের পর এক ম্যাচে ‘লাস্ট মিনিট শো’ উপহার দিচ্ছে তারা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের প্রতিটিতেই জয়সূচক গোল এসেছে ৮০ মিনিটের পর। এর মধ্যে তিনটি আবার যোগ করা সময়ে।
আতলেতিকোর বিপক্ষে ‘লাস্ট মিনিট শো’–এর নায়ক ছিলেন অলরেড অধিনায়ক। লিভারপুলকে জয় উপহার দিয়ে জন্মদিনের রাতটা দারুণভাবে রাঙালেন ফন ডাইক।