আতলান্তাকে গোলবন্যায় ভাসিয়ে যাত্রা শুরু পিএসজির

দাপট দেখিয়েই চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার মিশনে শুরু করলো পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ আতালান্তা কোন পাত্তা পায়নি। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে ইতালিয়ান ক্লাবটিকে গোলবন্যায় ভাসিয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।
গতাকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে আতালান্তাকে ৪-০ হারিয়েছে পিএসজি। পিএসজির চারটি গোল এসেছে চারজন খেলোয়াড়ের পা থেকে। বড় জয়েই নতুন মৌসুমে যাত্রা শুরু করল লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দাপট দেখিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। মাত্র ৩ মিনিটেই ফাবিয়ান রুইসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্কিনিওস।
এরপর একের পর এক আক্রমণে আতালান্তাকে কোণঠাসা করে ফেলে পিএসজি। প্রথম ২০ মিনিটেই তারা ৯টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিয়ান ফরোয়ার্ড খিচা কাভারাৎস্খেলিয়া। হাকিমির পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান তিনি।
এর তিন মিনিট পর পেনাল্টি পেয়ে তৃতীয় গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাডলি বার্কোলা। আতলান্তার গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি তার শট ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান নুনো মেন্দেস। বার্কোলার পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই পর্তুগিজ ডিফেন্ডার।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে শেষ গোলটি করেন গন্সালো রামোস। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে আতালান্তার বিপক্ষে বড় জয় নিশ্চিত করেনে এই পর্তুগিজ ফরোয়ার্ড ।