কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের লিগ অভিযান শুরু হয়েছে সহজ জয়ে। বলা যায় বায়ার্নকে জয়টা উপহার দিয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠে একের পর এক ভুলের মাসুল দিয়েই খালি হাতে ফিরতে হয়েছে ইংলিশ জায়ান্টদের।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন। মাইকেল ওলিসের ক্রসে আত্মঘাতী গোল করে বসেন চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ।
এরপর বক্সের ভেতর মোইসেসে কাইসেদো ফাউল করে বসেন কেইনকে, পেনাল্টি পায় বায়ার্ন। ২৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
দুই মিনিট পরই দারুণ একট গোল করে ব্যবধান কমান কোল পালমার। মাঝমাঠ থেকে এগিয়ে এসে মালো গুস্তোর সঙ্গে বোঝাপড়ায় নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই সুযোগ তৈরি করে, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে ৬৩তম মিনিটে চেলসির বড় ভুলে ব্যবধান ৩-১ করে বায়ার্ন। এবারও গোলদাতা কেইন। গুস্তোর ভুল ব্যাকপাস থেকে সহজ সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার।
৮৭তম মিনিটে পালমার আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ সময়েও চেলসি অনেক চেষ্টা করলেও আর ব্যবধান কমাতে পারেনি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।