জাতীয় দলে ডাক পাওয়ায় ফুটবলার উমেহ্লাকে ফুলেল শুভেচ্ছা

রাঙ্গামাটির কাউখালী উপজেলার কচুখালী এলাকার নারী ফুটবলার উমেহ্লা মারমা অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে বাংলাদেশকে নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছেন। এ সাফল্যে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ উপহার দিয়েছে কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আতিকুর রহমান উমেহ্লার হাতে ফুলের তোড়া ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফূল হক মাহবুব, ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন, মেহেদী হাসান, পাহাড়ি নারী ফুটবল প্রতিভা গড়ে তোলার কারিগর সুইহ্লামং ফুটবল অ্যাকাডেমির কর্ণধার সাবেক ফুটবলার সুইহ্লামং মারমাসহ অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, উপজেলার প্রতিটি খেলোয়াড় আমাদের সন্তান। তাদের সাফল্যে বাবা-মায়ের মতো আমিও গর্ব অনুভব করি। খেলোয়াড়দের সাফল্যের ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি খেলোয়াড়দের পড়াশোনা ও অনুশীলনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি সদস্য মেহেদী হাসান বলেন, আমাদের উপজেলার খেলোয়াড়রা একের পর এক সাফল্য এনে দিচ্ছে, যা নিঃসন্দেহে গর্বের বিষয়। স্থানীয়ভাবে সহযোগিতা করলে তারা আরও বড় সাফল্য অর্জন করবে।
এছাড়া উপজেলার আরেক কৃতি কন্যা মেথুইচিং মারমা ১৭তম সামার জাতীয় অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করায় তাকেও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়।