১০ জনের দল নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরার

নানা অপ্রীতিকর ঘটনা দিয়ে শুরু হলো দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের চেয়ে মিনিট দশেক পরে। মাঠের নির্ধারিত জায়গার বাইরেই বড় বড় ঘাসে বনের মতো অবস্থা। এমন অবস্থায় একদিকে খেলা চলল অন্যদিকে কাটা চলল ঘাস। এসবের বাইরে অবশ্য মাঠের খেলাও জমে উঠল বেশ। দুই পেনাল্টি, এক লালকার্ডের ম্যাচে জয় দিয়ে আসর শুরু করল বসুন্ধরা কিংস। শিরোপা ধরে রাখল চ্যালেঞ্জ কাপ ২.০ এর।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের দল নিয়েও মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। পেনাল্টি থেকে ডোরিয়েল্টন গোমেস কিংসদের এগিয়ে নেওয়ার পর মোহামেডানকে সমতায় ফেরান মোজাফফরভ। এরপর রাফায়েল আগুস্তো ও ইমানুয়েল সানডের পর ডোরিয়েল্টনের দ্বিতীয় গোলে নাম লেখান।
ম্যাচের প্রথমেই দেখা মেলে নাটকীয়তার। ১৩ মিনিটের মধ্যে দুই দল একবার করে জাল খুঁজে নেয়। সপ্তম মিনিটে কিংসের ব্রাজিলিয়ান তারকা ডোরিয়েল্টনকে বক্সের মধ্যে ফাউল করে বসেন মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠু। পেনাল্টির বাঁশি বাজান রেফারি সায়মন সানি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ডোরিয়েল্টন।
ম্যাচের ১৩ মিনিটে এবার পেনাল্টি পায় মোহামেডান। বক্সের ভেতর মোহামেডানের ঘানার ফুটবলার এলি কেকে’কে ফাউল করেন তারিক কাজী। পেনাল্টি থেকে গোল আদায় করে ম্যাচে সমতা ফেরান মোজাফফরভ।
দ্বিতীয়ার্ধেও নাটকীয়তার কম ছিল না। ম্যাচের ৬৩ মিনিটে বক্সের সামনে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের সোহেল রানা সিনিয়র। এরপর ১০ জন হওয়া দলের বিপক্ষে চাপ তৈরি করার পরিবর্তে উল্টো আরও তিনটি গোল হজম করে মোহামেডান।
৭২ মিনিটে রাফায়েল আগুস্তোর গোলে এগিয়ে যায় কিংস। ৭৫ মিনিটে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করে ব্যবধান ৩-১ করেন ইমানুয়েল সানডে। ম্যাচের ৮৬ মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডোরিয়েল্টন। তার দ্বিতীয় গোলে ৪-১ গোলের লিড পায় কিংস।
এরপরই গত আসরের ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। গ্যালারি থেকে সমর্থকরা কিংসের পোস্টের দিকে পানির বোতল, স্মোক ফ্লেয়ার মারে। এতে ম্যাচ বন্ধ থাকে মিনিট ছয়ের মতো। গত আসরে একই ঘটনা ঘটেছিল কিংস অ্যারেনায়।