চ্যালেঞ্জ লিগে শক্তিশালী প্রতিপক্ষ পেল বসুন্ধরা কিংস

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে খেলছে বসুন্ধরা কিংস। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হওয়া ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে কিংস। যেখানে তাদের প্রতিপক্ষ ওমানের ক্লাব আল-শাবাব, কুয়েতের আল-কুয়েত ও লেবাননের আল-আনসার।
এএফসি প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ওয়েস্ট জোনে। চ্যালেঞ্জ লিগে এই জোনের তিন গ্রুপের ড্র অনুষ্ঠিত হয়েছে আগে। ড্রয়ের শুরুতেই স্বাগতিক ক্লাবের গ্রুপ নির্ধারণ করা হয়। সেখানে পর্যায়ক্রমে ভুটানের পারো এফসি ‘এ’ গ্রুপে, কুয়েতের কুয়েত এফসি ‘বি’ গ্রুপে এবং কিরগিজস্থানের মুরাস ইউনাইটেড ‘সি’ গ্রুপে। শেষ পটে থাকা বাংলাদেশের বসুন্ধরা কিংস বি গ্রুপের চতুর্থ দল।
বসুন্ধরা কিংসের গ্রুপে থাকা আল-শাবাব ওমানের লিগে দুইবার রানার্সআপ হয়েছে। এছাড়া কুয়েতের ঘরোয়া লিগে আল-কুয়েত ২০ বারের চ্যাম্পিয়ন এবং ১৬ বার কুয়েত কাপ জয়ের রেকর্ড রয়েছে তাদের।
আরেক ক্লাব আল-আনসার লেবাননের ঘরোয়া লিগে সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি। ১৫ বার লিগ চ্যাম্পিয়ন এবং রেকর্ড ১৬ বার লেবানিজ কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস এখন পর্যন্ত ৫টি শিরোপা জিতেছে, যদিও সর্বশেষ মৌসুম (২০২৪-২৫) তারা শেষ করেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।
চ্যালেঞ্জ লিগে জায়গা করে নিতে গত আগস্টে কাতারের দোহায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়েছিল কিংস। ম্যাচের একমাত্র গোলটি করেন ইমানুয়েল সানডে। আরেক বাংলাদেশি ক্লাব আবহানী ঘরের মাঠে মুরাস ইউনাইটেডের কাছে হেরে বাছাইপর্ব থেকেই ছিটকে যায়।
এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে আগামী ২৫ অক্টোবর। গত মৌসুমেও টুর্নামেন্টটিতে অংশ নেয় বসুন্ধরা কিংস। সেবার কোন ম্যাচই জিততে পারেনি তারা।