ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফলতা ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও ফলাফল আশানুরূপ হয়নি। যে কারণে মৌসুম শেষেই রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে বিদায় করে দেয় ঘরোয়া ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। এরপর থেকেই আলোচনায় ছিল কে হচ্ছেন কিংসের নতুন কোচ?
সেই প্রশ্নের উত্তর মিলেছে। আজ সোমবার (২৮ জুলাই) জানা গেছে, আগামী মৌসুমে কিংসের ডাগআউট সামলাবেন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস। এএফসি চ্যালেঞ্জ লিগে কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম নিবন্ধন করেছে বসুন্ধরা কিংস।
এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য প্রধান কোচ ছাড়াই গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস। নিয়ম অনুযায়ী আজ ছিল এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য খেলোয়াড় এবং কোচ নিবন্ধনের শেষদিন ছিল। সেই নিবন্ধনেই কোচ হিসেবে সার্জিও ফারিয়াসের নাম দিয়েছে কিংস।
২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলছে বসুন্ধরা কিংস। পাঁচ বছর তাদের ডাগআউট সামলেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। এর মধ্যে ব্রুজনের দল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে চারবার। এরপর গত মৌসুমে অস্কারের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে। এবার সেই দায়িত্ব দেওয়া হলো সার্জিও ফারিয়াসকে।
সার্জিও ব্রাজিলিয়ান কোচ হলেও এশিয়াতে রয়েছে তার অবাধ বিচরণ। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান তিনি। এছাড়াও কুয়েত, কাতার, মিশর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ব্রাজিলিয়ান কোচের। যেটা কিংসদের জন্য বেশ ইতিবাচক দিক।
দক্ষিণ আমেরিকাতেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সার্জিওর। সেখানেও তার ঝুলিতে সাফল্যও আছে বেশ। নিজ দেশ ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলকে কোচিং করিয়েছেন তিনি। এর মধ্যে ২০০১ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন করেছেন সার্জিও। ব্রাজিলের অন্যতম ক্লাব সান্তোসের অনূর্ধ্ব-২০ দলেও কোচিংও করিয়েছেন সার্জিও ফারিয়াস।