একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি মরা-বাঁচার। জিতলে ফাইনাল, হারলে বিদায়। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
লিটন দাসের অনুপস্থিতিতে আজও নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। ভারত ম্যাচের একাদশ থেকে আনা হয়েছে তিনটি পরিবর্তন। নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
ভারত ম্যাচের মতো আজও টস জিতে বোলিং বেছে নেওয়ার কারণ হিসেবে জাকের আলী বলেন, ‘আমরা আগে বোলিং করে ভালো করেছি। আজও একই কাজ করতে চাই।’
টি-টেয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। যেখানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি।
এশিয়া কাপের পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের ১৫ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় দুটি। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের একমাত্র ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।