উইকেটের পর উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান

আসা-যাওয়ার মিছিল থামাতে পারছে না পাকিস্তান। এবার বোলিংয়ে এসে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের থাবায় কাঁপছিল পাকিস্তান। কাঁপুনি বাড়ান মুস্তাফিজ। মাত্র ৮ ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক সালমান আলী আগাকে ফিরিয়েছেন ফিজ। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে আরও বিপদে পাকিস্তান।
১১তম ওভারে মুস্তাফিজের বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জাকের আলীর হাতে। বাংলাদেশ ক্যাচের আবেদন করলেও আম্পায়ার এতে সাড়া দেননি। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে পরিবর্তন আনে বাংলাদেশ। ২৩ বলে ১৯ রান করে ফেরেন সালমান।
বাংলাদেশের নিয়ন্ত্রণে ম্যাচ
লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব করছেন জাকের আলী অনিক। আস্থায় কোনো কমতি নেই। অধিনায়ক যার উপর ভরসা রাখছেন, তিনিই তার প্রতিদান দিচ্ছেন। তাসকিন আহমেদ-শেখ মেহেদির পরে এবার উইকেট এনে দিলেন রিশাদ হোসেন। ফিরিয়েছেন ফখর জামানকে।
প্রথম দুই ওভারেই জোড়া আঘাত হানে বাংলাদেশ। শুরুর ধাক্কায় পাওয়ার প্লেতে অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান। ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফখর আর সালমান আলী আগা। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে থিতু হতে থাকা ফখরকে ফিরিয়ে আবারও পাকিস্তানকে বিপদে ফেলে দেন রিশাদ। ফেরার আগে ২১ বলে ১৩ রান করতে পেরেছেন ফখর। ২৯ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
এরপর রিশাদই এনে দেন আরেকটি সাফল্য। ৩৩ রানে হোসেইন তালাত ক্যাচ দেন সাইফ হাসানের হাতে। ৭ বলে ৩ করে বিদায় নেন। ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।
জোড়া উইকেট তুলে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ
পাকিস্তানের সঙ্গে বাঁচা-মরার ম্যাচে তাসকিন আহমেদের ওপর ভরসা রেখেছে দল। একাদশে ফিরেই আস্থার প্রতিদান দিলেন তিনি। টসে জিতে বল করতে নেমে শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনের শিকার হন ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। আগের বলে চার হাঁকানো সাহিবজাদা চতুর্থ বলেও সেটাই চেষ্টা করেছিলেন কিন্তু পয়েন্টে ধরা পড়েন রিশাদ হোসেনের হাতে। ফেরার আগে ৪ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।
চার রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৫ রানে। এবার শিকার করেন শেখ মেহেদি। তিনিও একাদশে ফিরেছেন এই ম্যাচ দিয়ে। মেহেদি বিদায় করেন সাইম আইয়ুবকে। রানের খাতা খোলার আগে তালুবন্দি হন রিশাদের।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
লিটন দাসের অনুপস্থিতিতে আজও নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। ভারত ম্যাচের একাদশ থেকে আনা হয়েছে তিনটি পরিবর্তন। নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ফাইনালে ওঠার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি। এমন সমীকরণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।