তৃতীয় বাংলাদেশি হিসেবে এলিট ক্লাবে তাসকিন

ভারত ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার ওপর আস্থা রেখেছে দল। তাসকিন প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনের শিকার হন ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। তাতে বাংলাদেশি এই পেসার যোগ দিয়েছেন এলিট ক্লাবে।
তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাসকিন। এর আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন শত উইকেট।
১০০ উইকেট নিতে তাসকিন খেলেছেন ৮২ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে মিরপুরে অভিষিক্ত হন তাসকিন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছেন দেশসেরা পেসারে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ৯৯ উইকেট নিয়ে নেমেছিলেন তাসকিন। আজ পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৮ রানে তিন শিকারে দলের সেরা বোলার তিনি। সবমিলিয়ে ১০২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাসকিন।
সবচেয়ে বেশি ১৫১ উইকেট মুস্তাফিজের। ১৪৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব।