হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না জামাল

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ঘরের মাঠের এই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সফরকারী হংকং বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই জয় ছাড়া কিছু ভাবছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। সতীর্থদের মনে করিয়ে দিলেন, জয়ের শতভাগ উজাড় করে দিতে হবে সবাইকে।
ক্যাম্পে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, ‘সবাই সুস্থ আছে, প্রস্তুত আছে বলে আমি মনে করি। পরের ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। সত্যি বলতে, আমরা পরের ম্যাচে যদি হেরে যাই, তবে কোয়ালিফাই করার আর সুযোগ থাকবে না। হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ ৯ তারিখে। আমি মনে করি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে ঘরের মাঠে। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের টিকেট অনলাইনে উন্মুক্ত করার আধাঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকেট। এটা দেখে বোঝাই যায় ফুটবলের প্রতি দেশের মানুষের আগ্রহ কতটা। মাঠের ফুটবলেও সেটি কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক জামাল।
জামাল বলেন, ‘আশা করি, আমরা সেরা পারফরম্যান্স দিতে পারব। কারণ সমর্থকে পূর্ণ স্টেডিয়াম আমাদের পক্ষে থাকবে, আর এটা তিন পয়েন্টের ব্যাপার, সেটা আমরা নিতে চাই। হোম ম্যাচে একটা সুবিধা থাকে। ফুটবল এমন খেলা, যারা প্রস্তুত থাকবে, তারাই জিতবে, যারা প্রস্তুত থাকবে না, তারা জিততে পারবে না। হংকং চায়নাকে হারাতে আমাদের সেরাটা দিতে হবে।’
শেষ সময়ে গোল হজম কিংবা প্রতিপক্ষের গোলমুখে গিয়ে খালি হাতে ফেরায় বেশ প্রশ্নবিদ্ধ বাংলাদেশ। হংকংয়ের মতো দলের বিপক্ষে এই সমস্যা কাটাতে না পারলে জয় পাওয়া বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। তবে সবকিছু ছাপিয়ে ৩ পয়েন্টের দিকেই নজর বাংলাদেশ অধিনায়কের।
জামাল বলেন, ‘সবাই জানে, যারা ফুটবল অনুসরণ করে, বাংলাদেশের সমস্যা হলো শেষ মুহূর্তে গোল হজম করে আর গোল পোস্টের সামনে থেকে গোল করতে পারি না। তবে যারা সামনে খেলছে, ওরা ভালো করার চেষ্টা করছে। আমরা চাই ভালো স্ট্রাইকার আসুক দলে। তবে সবকিছুর শেষে আমরা ৩ পয়েন্ট নিতে চাই এই ম্যাচে, এটাই বড় কথা।’