ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ইতিহাস গড়ল নেপাল

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল তারা। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আইসিসির সহযোগী দেশটি। দুই ম্যাচেই ব্যাট ও বল হাতে ছিল নেপালের দাপট।
সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে স্মরণীয় এক সাফল্যের দেখা পেল নেপাল। শারজাহতে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে তারা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়।
এটি কোনো সহযোগী দেশের বিপক্ষে টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন স্কোর। অন্যদিকে, রানের দিক থেকে নেপালের ৯০ রানে জয়টি হলো সহযোগী দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সবচেয়ে বড় জয়।
যদিও শুরুটা ভালো হয়নি নেপালের। দ্বিতীয় ওভারে আঘাত হানেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেইন। নিজের পরের ওভারেই আবার ফেরান অধিনায়ক রোহিত পাউরেলকে। ৪ ওভার শেষে নেপালের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১৬ রান।
কিন্তু এরপরই বদলে যায় চিত্র। পাওয়ার প্লের শেষ দিক থেকেই দ্রুত রান তুলতে শুরু করেন আসিফ শেখ। এক পর্যায়ে কুশল মাল্লা রান আউট হলে কিছুটা ব্যাকফুটে যায় নেপাল। এরপর আসিফ ও সান্দিপ জরার সাহসী ব্যাটিংয়ে আবারও ঘুরে দাঁড়ায় তারা।
হাফসেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটারই, চতুর্থ উইকেটে দুজন মিলে ৬৬ বলে ১০০ রানের জুটি গড়েন। ১৮তম ওভারে জেদিয়াহ ব্লেডসের বলে টানা দুই ছক্কা মেরে ঝড়ো ইনিংসের ইঙ্গিত দেন জরা। যদিও এরপর তৃতীয় ছক্কার চেষ্টায় ব্লেডসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৩ রান করেন জরা। আসিফ ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত নেপালের ইনিংস থামে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারে আসে মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোল্ড হয়ে যান জুয়েল অ্যান্ড্রু। এর পরের ওভারেই ফেরেন কেসি কার্টি। ৫ ওভার শেষে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৭ রান।
এরপর আস্তে আস্তে ফিরে আসার চেষ্টা করলেও মাঝের ওভারে মোহাম্মদ আদিল আলম ধস নামিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। জেসন হোল্ডার কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি। কুশাল ভুর্তেল ১৪তম ওভারে ফিরিয়ে দেন ফ্যাবিয়ান অ্যালেন ও আকিল হোসেইনকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৭.১ ওভারে মাত্র ৮৩ রানেই থেমে যায় তাদের ইনিংস।
নেপালের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন আদিল। এছাড়া ভুর্তেল তুলে নিয়েছেন তিনটি উইকেট।
৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আসিফ শেখ।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল। একই মাঠে তৃতীয় ম্যাচটি হবে মঙ্গলবার। যেখানে ক্যারিবিয়ানদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।